শিরোনাম

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর পথে

আমান-উদ-দৌলা, কন্ট্রিবিউটিং এডিটর:

(১)
আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিপ্ল-কর্ম বিক্রি হলো। নিউইয়র্কে একটি পেইন্টিং বিক্রি হয়েছে ১লক্ষ ৫০হাজার ডলারে।

বাংলাদেশের কোনও শিল্পীর এটাই সর্বোচ্চ মূল্যে অকশনে বিক্রি হলো। যদি জানতে চান। আরো কিছু এখানে দেখে নিন। http://www.artnet.com/artists/zainul-abedin/

(২)

পৃথিবীর দুই দিকে দুই ঝড়। একটা আমেরিকার উত্তর-ক্যারোলিনায় আঘাত হেনেছে। নাম তার ফ্লোরেন্স। ১১ জনের মৃত্যু এ পর্যন্ত। আর সহস্র বাড়ির বিদ্যুৎ চলে গেছে। আরো জানা যাবে পরে।

অন্যদিকে এশিয়ায়। ম্যাংকহাট ( Mangkhut) নামের টাইফুন ঝড়। ফিলিপাইন থেকে এখন চীনের হংকং-এ আঘাত হানতে শুরু করেছে। ফিলিপাইনে অন্তত ৩০ জনের লাশ পাওয়া গেছে। সাগরে থেকে ধীরে ধীরে এগুচ্ছে। প্রায় ৫০ কিমি দূরে আছে। আগামি কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানবে হংকং-এ। সেখানে ১০ নম্বর বিপদ-সংকেত জারি করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।

(৩)

হায়দ্রাবাদ-রাজীব গান্ধী এয়ার পোর্ট। প্রথম বারের মতো একটা ফ্লাইটে। যাত্রীরা ক্যামেরায় স্কেনিং করলো। তাদের ছবি সংরক্ষণ করে রাখা হচ্ছে। ঐ ক্যামেরা বলে দেবে প্রকৃত-ক্রিমিনাল কারা। যাদের ছবি আগেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন একটা ফ্লাইটে শুরু হলো। এরপর ভারতের সব বিমান-বন্দরে চালু হবে। এ-বছর শেষে সব বিমানে। সব ডোমেস্টিক এয়ার-পোর্টে এই ক্যামেরা লেগে যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া।

(৪)
বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন নয়। দলাই লামাও জানেন। তিনি বললেন, প্রায় আড়াই দশক ধরে আমি জানি। বৌদ্ধ গুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে, অনেক কথা হচ্ছে। এটা নতুন কোনও বিষয় নয়। ইউরোপ সফররত তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুর এই কড়া মন্তব্যের পর। এ-ব্যাপারে বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

দীর্ঘ ইউরোপ সফরে রয়েছেন দলাই লামা। নেদারল্যান্ডে বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার। বা ধর্ষণের শিকার হয়েছে যারা, তারা আন্দোলনে নামেন। খবর আনন্দবাজার পত্রিকার।

(৫)

একজন সিনিয়র ইউ-এস ডিপ্লোম্যাট বললেন। পাকিস্তান রাজী হয়েছে। আফাগানিস্তান ও ভারতের মধ্যে পাকিস্তানের উপর দিয়ে। একটি ল্যান্ড-রুট খোলার ব্যাপারে। এই খবর পাকিস্তানের ডন উদ্ধৃতি দিয়েছে। ভারতের একটি দৈনিক পত্রিকার। নাম ইন্ডিয়াস ইকোনোমিক টাইমস।

সেখানে মার্কিন এমব্যাসেডর জন ব্যাস তাদেরকে বলেছেন। দক্ষিন দিক থেকে সেন্ট্রাল এশিয়ায় একটি রুট হচ্ছে। সেখানে সব দেশ লাভবান হবে। আফগানিস্তান-পাকিস্তান-ভারত ছাড়াও। বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ড-ভিয়েতনাম। এইসব দেশ থাকছে।

পাকিস্তান ভারতকে অনেকদিন ধরে। আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের সুযোগ দিচ্ছিলো না। কিন্তু সম্প্রতি পাকিস্তান ভারতকে প্রথমবারের মতো এই রুট খুলে দিচ্ছে। খবর পাকিস্তানের নিউজপেপার ডন।
https://www.dawn.com/news/1433197/pakistan-willing-to-open-afghan-land-route-for-india-us-envoy

  • সর্বশেষ
  • জনপ্রিয়