শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে হেলমেট চুরির হিড়িক

আহমেদ ইসমাম: সাম্প্রতিক সময়ে ট্রাফিক আইন কঠোর হওয়ায় হেলমেট ছাড়া কোনো মোটরবাইক চালক রাস্তায় বের হচ্ছে না। হেলমেট নিয়ে বেশ বিপাকে আছে মোটরবাইক চালকরা। চোখের আড়াল হলেই খোয়া যাচ্ছে জীবন রক্ষাকারী এই হেলমেট। রিতিমত এখন রাজধানীতে হেলমেট চুরির হিড়িক চলছে।

মোটরবাইক চালক জুয়েল বলেন, আমি আমার বাইকসহ দুটি হেলমেট বারডেম হাসপালের গ্যারেজে রাখি, দুই ঘণ্টা পর ফিরে এসে দেখি আমার হেলমেট দুইটি নেই। বিষয়টি এমন যে পুলিশকে জানিয়েও কোন লাভ হবে বলে মনে হচ্ছে না।

গ্যারেজের নিরাপত্তায় থাকা আনসার সদস্য লিটন জানান, আমারা মোটরবাইকের নিরাপত্তা দিয়ে থাকি কিন্তু হেলমেটের নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা আগেই সবাইকে সতর্ক করে দেই। এরপরেও হারিয়ে গেলে আমাদের করার কিছু নাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী জানান, এখানে হেলমেট চুরি করার জন্য বাহিরের চোর আসবে না আর আসাও সম্ভব না। এই হেলমেটগুলো চুরি করছে গাড়ির ড্রাইভাররা। এরা যাওয়ার সময় ভিতরে করে নিয়ে যাচ্ছে, তাই ধরা সম্ভব হচ্ছে না।

রাজধানীর বসুন্ধরা, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, এ আর প্লাজা, রাপা প্লাজার মত শপিং মলের গ্যারেজগুলোতে খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি মল থেকে দৈনিক কম পক্ষে ২০ থেকে ২৫ টির মত হেলমেট হারাচ্ছে। এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না।

বসুন্ধরা গ্যারেজে বাইক রাখতে আসা রফিকুল বলেন, এখান থেকে একবছর আগে আমার সাত হাজার টাকা দামের হেলমেট হারিয়ে গেছিল তাই এখন আমি অনেক সচেতনতার সাথে আমার হেলমেট রাখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়