শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে নির্মিত সর্ববৃহৎ ওয়াই আকৃতির ”শেখ হাসিনা তিতাস সেতু” আনুষ্ঠানিকভাবে রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষ্যে সেতুর উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সাথে কথা বলেন ।

জেলা প্রশাসক সেতুটি উদ্বোধনের ফলে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। অনুষ্ঠানে সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলসহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার জনগন উপস্থিত ছিলেন।

দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিতাস নদীর ওপর এ সেতুর নির্মাণ হওয়ায় এটি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিকল্প পথ হিসেবে ব্যবহূত হবে। সেতুটি নির্মাণের ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। স্বপ্নের এই সেতু চালু হওয়ায় পাল্টে যাবে চারদিকে নদীবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাসহ কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার চেহারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়