শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত বছরের পরিকল্পনা এখন সরকারের হাতে

মোস্তাফিজার রহমান বাবলু,রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাংলাদেশ শত বছর পরে কিভাবে থাকবে সে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তিনি আরও বলেন রংপুর মেট্রেপলিটনের খুলে দেয়ার কারণে পুলিশ বাহিনীর অনেক সদস্যের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন খুলে দেয়ার কারণে ওই এলাকার মানুষ পুলিশি সেবা খুব সহজেই পাবে। আগে উত্তর বঙ্গের মানুষ অবহেলিত ছিল। তারা আর অবহেলিত নয়,আমরা রংপুরকে বিভাগ করে দিয়েছি। সেখানে বিশ্ববিদ্যালয়, ইপিজেড করে দিয়েছি এখন ওই এলাকায় শিল্প অঞ্চলে পরিণিত করার পরিকল্পনা আছে এ সরকারের।

গতকাল রোববার সকাল ১১ টায় রংপুর মহানগরীর বুড়িরহাট কদমতলীতে মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটনের উদ্বোধন কালে এ সব কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ও রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া) আসনের এমপি টিপু মুনশি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, রংপুর মেট্রোপুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচায্য উপস্থিত ছিলেন ।

এদিকে, দীর্ঘ প্রত্যাশার রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যক্রমের উদ্বোধন নিয়ে উচ্ছসিত সাজ সাজ রবে ছিল নগরবাসী। বাহারি রঙের পতাকায় ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। নতুন থানাগুলোতে আলোক স্বজ্জ্বায় প্রজ্জলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীতে সাটানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নতুন পোষাকে নতুন মুখের সংযোজনে কার্যক্রম শুরু হয় আরপিএমপি’র কার্যক্রম। একজন পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, দুইজন উপ-পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পাঁচ জন সহকারী পুলিশ কমিশনারসহ চারশত সত্তর জন পুলিশ সদস্য নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে ৪৭টি। ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনের এই মেট্রোতে কোতয়ালি, পরশুরাম, হাজিরহাট, হারাগাছ, তাজহাট ও মাহিগঞ্জ থানা ছাড়াও আরো দুইটি পুলিশ ফাঁড়ি থাকছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর সফরে এসে ‘রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে ২০১৭ সালের ১০ ডিসেম্বর ১ হাজার ১৮৫টি পদ এবং ১২৩টি যানবাহন অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বর্তমান সরকার। ২০১৮ সালে আইন পাস হয় এবং চলতি বছরের ১৯ এপ্রিল তা গেজেট আকারে প্রকাশিত হয়।

উদ্বোধন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম । বুড়িরহাট রোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মাঠে বিশাল প্যান্ডেল করা হয়। সেই প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিরা বসেন। উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে নগরীতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।পুলিশ কমিশনার আরো বলেন, নগরবাসী যাতে শান্তিতে ঘুমাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়