শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নিবার্চনে না এলেও প্রতিদ্বন্দ্বীর অভাব নাই: কাদের

আহমেদ জাফর: বিএনপি নির্বাচনে না এলে যুক্তফ্রন্ট বিএনপির বিকল্প হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সেটা আমরা জানি না,তবে বিএনপি না এলেও এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর অভাব নাই।

রবিবার (১৬সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিল্পোমা ইঞ্জিনিয়ার্সে, বাংলাদেশ আইডিইবির ২২তম জাতীয় সস্মেলন ও ৪১তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এবার নির্বাচনে বিনাপ্রতিদ্বনদ্বীতার ফাঁদ তৈরি কোন সুযোগ নাই। সবার প্রতিদ্বনদ্বীতায় এবার নির্বাচিত অনুষ্ঠিত হবে। সবদল নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন হবে। যুক্তফ্রন্টের পাঁচ দফা এবং বিএনপির দাবি গুলো একই এই বিষয়ে ওবায়দুল কাদের বলেন,‘তাদের বিষয় মিলে গেলো কি না, তা দেখা আমাদের কোন বিষয় না। বিএনপি কার সঙ্গে যাবে, কীভাবে যাবে তা আমাদের বিষয় না।

এ সময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা দাবি নিয়ে কাদের বলেন, বিএনপির মতোই তারাও ভোটের আগে সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, বিচারিক ক্ষমতায় দিয়ে সেনা মোতায়েন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে এ দাবিকে অপ্রাসঙ্গিক, অবান্তর, অপ্রয়োজন ও অসাংবিধানিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন সংসদ ভেঙে নির্দলীয় সরকার করার তো প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই নির্বাচন হবে আমাদের দেশে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই।

‘নির্বাচন সেনা মোতায়েন হবে না, এটা আমরা বলব না। প্রয়োজন হলে সেনা মোতায়েন হবে। যদি সময় এবং পরিস্থিতিতে মোতায়েন করা দরকার হয়। সেই অবস্থায় নির্বাচন কমিশন অনুরোধ করলে, সরকার প্রয়োজনে এবং বাস্তব পরিস্থিতির আলোকে কীভাবে মোতায়েন হবে সেই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের বিকল্প কোন দল জানতে চাইলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বিকল্প কী? আমাদের বিকল্প হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। যাদের দুঃশাসনে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত অত্যাচার, নির্যাতন করেছে, বাল্ডিং পলিটিক্সি ছিল। সেই নির্যাতন অন্ধকারে কি কেউ ফিরে যেতে চান?

দেড় মাস বাকি আছে। এখন মামাবাড়ির আবদার করলে তো চলবে না। সংসদের শেষ অধিবেশন অক্টোবর মাসের ২০ তারিখে। এ সংসদ সদস্যদের কোন ক্ষমতা ও কার্যকরিতা থাকবে না। কাজেই এটা ভেঙে দেয়া, গণতান্ত্রিক দেশগুলোর মতো রেখে এবং অকার্যকর এর মধ্যে পার্থক্যটা কোথায়, আমি বুঝতে পারি না।

আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যুক্তফ্রন্টের নেতারা বলেছেন বিএনপির প্রধান মিত্র জামায়াতে ইসলাম থাকলে তারা বিএনপির সঙ্গে যাবে না। এখানে তো আমাদের কোন মন্তব্য নাই।

আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়