শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ছাত্রদলের কমিটি বাতিলের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর ছাত্রদল, নগরীর চার থানা কমিটি ও বিএল কলেজ কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। উক্ত সময়ের মধ্যে দাবি না মেনে নিলে মানববন্ধন, অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন তারা।

রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি দীর্ঘ প্রায় দু’বছর পর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।একই সাথে নগরীর ৪টি থানাসহ একটি কলেজ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন হয় গত ২০১৬ সালের ১৩ অক্টোবর। সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক মাস। কিন্তু হঠাৎ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় রাজপথের ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছি।

তিনি আরও অভিযোগ করেন, উক্ত কমিটিতে মাদক বিক্রেতাসহ একাধিক মাদক মামলার আসামীদের স্থান দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে অসাংগঠনিক পন্থায় তৃণমূলের মতামতকে উপেক্ষা করে সকলের অগোচরে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়ায় সংগঠনের গঠনতন্ত্রকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। যা শুধু নিন্দনীয় নয়; তামাশাও বটে।

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, দেশ ও জাতি আজ এক ক্রান্তিকাল সময় পার করছে। ঠিক এই সময়ে একটি অবৈধ কমিটি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা উক্ত কমিটি প্রত্যাখ্যান করছি। একই সাথে অবৈধ এ কমিটি ভেঙ্গে তৃণমূলের মতামতের ভিত্তিতে সংগঠনের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠনতন্ত্র মোতাবেক পুনরায় কমিটি গঠনের দাবি জানাই।

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ন্যায় সঙ্গত দাবি মেনে না নিলে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ দাখিল, মানববন্ধন, অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পাশাপাশি পাল্টাপাল্টি কমিটি গঠন করে অবৈধ কমিটি প্রতিরোধে কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়