শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামাবিল বন্দর থেকে বছরে ১শ’ ১১ কোটি টাকা রাজস্ব আদায়

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: তামাবিল স্থলবন্দর চালু হওয়ার পর এই বন্দর থেকে গত এক বছরে ১শ' ১১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

শনিবার বিকেলে তামাবিল স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটির প্রথম সভায় এমন তথ্য জানান নৌ- পরিবহন মন্ত্রী শাজাহান খান। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এই সভায় শাজাহান খান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতার আসার পর দেশের স্থলবন্দর সংস্কার ও নদী খননে ব্যাপক উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ভরাট হওয়া নদী খনন করা হয়েছে। ব্যবসায়ীদের কল্যাণে এবং দেশের রাজস্ব আয় বৃদ্ধি করতে অনেক স্থল বন্দর নতুন করে নির্মাণ ও সংস্কার কাজ করা হয়েছে।

তিনি বলেন, সিলেট তামাবিল স্থল বন্দরকে একটি আন্তর্জাতিক মানের স্থলবন্দর হিসাবে প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ সরকার অন্তত ৮০ কোটি টাকা ব্যয় করে এখানে আধুনিক মানের অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। এতে সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন। তামাবিল স্থল চালু হওয়ায় আমাদের প্রতিবেশি দেশ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হয়েছে।

মন্ত্রী বলেন, বন্দর চালু হওয়ার পর এপর্যন্ত দেশের বিভিন্ন পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভারতের সেভেন সিষ্টার হিসাবে পরিচিত ৭টা রাজ্যের সাথে স্থল পথ, নৌ-পথ এবং রেল পথ যোগাযোগ বাড়াতে উভয় দেশ এক সাথে কাজ করে যাচ্ছে।

তামাবিল চুনা পাথর, পাথর, কয়লা আমদানিকারক গ্রুপ নেতৃবৃন্দ সভায় তামাবিল স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি ব্যবসায়ীদের কল্যাণে দ্রুত্ব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিছবাহ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জমান, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান হাওলাদার।

নৌ পরিবহন মন্ত্রীর একান্ত সচিব মো: কবির খানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন তামাবিল স্থল বন্দরের সুপার মো: শফিকুল ইসলাম, স্থল বন্দরের প্রকৌশলী রুহল আমিন, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, বাংলাদেশ স্থলবন্দর সিবিএ‘র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জীবন, তামাবিল চুনা পাথর, পাথর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল চুনা পাথর, পাথর কয়লা আমদানি কারক গ্রুপের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়