শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার যুক্তরাজ্য সময় সকাল পৌনে আটটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে পৌঁছেন। সেখানে দুই দিন অবস্থান করে সোমবার দেশের উদ্দেশে রওনা দেবেন বিএনপি মহাসচিব। লন্ডনে পৌঁছে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন।

সূত্র জানায়, লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং একাদশ জাতীয় নির্বাচন, দলের সাংগঠনিক অবস্থা, একাদশ জাতীয় নির্বাচনের আগে দলের করণীয় ও জাতীয় ঐক্য, বিশ দলের ঐক্য ধরে রাখা, আসন ভাগাভাগি, শরীকদল ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার দলগুলোর মধ্যে ছাড় দেওয়া, দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিদের তালিকা নিয়ে আলোচনা হয়।

এবিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামত ও পরামর্শ নিয়ে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব। এরআগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এবং ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক ছাড়া যুক্তরাষ্ট্রে বেশ কিছু গবেষণা ও মানবাধিকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। ব্রæকিংস ইনস্টিটিউশন, কাউন্সিল ফর ফরেন রিলেশনস, উইলসন সেন্টার, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউএস চেম্বার অব কমার্স, ফ্রিডম হাউস, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়