শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁন্ধীকে সামনে রেখে নয়া ‘অভিযান’ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক : আরও এক বার ঝাঁটা ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাঁটা হাতে নামার আগে মোদী আজ সূচনা করলেন তাঁর ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের। দিল্লির পাহাড়গঞ্জে বাবাসাহেব অম্বেডকর হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরের একাংশ আজ সকালে নিজের হাতেই সাফ করলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন তিনি।

আজ থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলবে আগামী মাসে গাঁন্ধী জয়ন্তী পর্যন্ত। উদ্দেশ্য, স্বচ্ছ ভারত অভিযানে গতি এনে তাতে নতুন করে শামিল হতে আরও বেশি সংখ্যক দেশবাসীকে আহ্বান জানানো।  আর ‘স্বচ্ছতাই সেবা’ ডাক দিয়ে আজ বলেন, স্বচ্ছতা অভিযানের যোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামীদের মতোই মনে রাখবে ইতিহাস। মনে রাখবে পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন দেখা গাঁন্ধীজির প্রকৃত উত্তরাধিকারী হিসেবে।

এদিকে অমিত শাহ তখন ঝাঁটা হাতে তেলঙ্গানায়। ‘স্বচ্ছ ভারত অভিযান’-কে নতুন মোড়কে পেশ করার আগে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী কথা বললেন পটনা সাহিব গুরুদ্বার ও অজমের শরিফের ধর্মগুরুদের সঙ্গে। লেহ-তে যোগাযোগ করলেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের সঙ্গে। ভিডিও-কথোপকথনেই জুড়ে নিলেন রতন টাটা থেকে শ্রীশ্রী রবিশঙ্করকে, স্বচ্ছ ভারত অভিযানের অন্যতম মুখ অমিতাভ বচ্চনকে। এবং আরও এক বার জুড়ে নিলেন মোহনদাস কর্মচন্দ গাঁন্ধীকে।

অনেকের মত, লোকসভা ভোটের আগে এক ঢিলে অনেক পাখি মারতে চাইছেন মোদী। কংগ্রেসের থেকে গাঁধীকে ‘ছিনিয়ে’ নেওয়ার কৌশলটা নতুন নয়। জাতির জনকের উত্তরসূরি হিসেবে নিজেকে যেমন তুলে ধরেছেন, তেমনই অসহিষ্ণুতার অভিযোগ মুছতে বার্তা দিয়েছেন দলিত, মুসলিম, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়কে। একা নন, মন্ত্রীদেরও রাজ্যে রাজ্যে নামিয়ে দিয়েছেন সাফাই অভিযানে। রাজনাথ সিংহ গিয়েছেন হরিয়ানার ফরিদাবাদে, রবিশঙ্কর প্রসাদ পটনায়। ভিডিয়ো-কনফারেন্সিংয়ে মোদী নিজে কথা বলেছেন অসম, কেরল, তামিলনাড়ু, বিহার, কর্নাটক, রাজস্থান, হরিয়ানার সঙ্গে। স্বচ্ছতা অভিযান, নিকাশি ও শৌচাগার নির্মাণ প্রকল্পের দেশজোড়া সাফল্য দাবি করে গ্রাম, জেলা, রাজ্য ধরে ধরে খতিয়ান দিয়েছেন তিনি।

স্বচ্ছ ভারত প্রকল্পের ফলে দেশে পয়ঃপ্রণালী ৪০ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশে পৌঁছে গিয়েছে বলে দাবি করেন মোদী। বলেন, ‘‘কে ভেবেছিল, ৪ বছরে ৯ কোটি শৌচাগার তৈরি হবে !

  • সর্বশেষ
  • জনপ্রিয়