শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমকে মনে রাখা উচিত: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: শেষ জুটিতে ১৬ বলের ইনিংসে মুশফিক ১৫ বলে করলেন ৩২ রান। বাকি এক বলে তামিম কোন রান না করেও নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তখন সুরাঙ্গা লাকমালের একটি বলও একহাতে সামলেছেন তামিম। তার এই নিবেদনকে স্মরণ রাখতে বলেছেন মাশরাফি, ‘তামিমকে মনে রাখা উচিত এ ম্যাচের জন্য। এখানে যে কোন কিছু ঘটতে পারত। যা ওর ক্যারিয়ারের প্রভাব ফেলতে পারত। এই কারণে তামিমকে সবার মনে রাখা উচিত। আমার মনে হয় এতে মুশফিকও তেতে গিয়েছে। এই অবস্থায় মুশফিককে সাহায্য করেছে ওই ৩০/৩২টা রান করার জন্য। আসলে ছোট করে বলতে পারছি না। তামিমকে টুপি খোলা অভিনন্দন।’

২২৯ রানে মুস্তাফিজ আউট হওয়ার পর মাঠে নামেন তামিম। মুশফিক তখন স্বাভাবিকভাবেই ব্যাটিং করছিলেন। তামিমকে পেয়ে যেন আগ্রাসী হয়ে উঠলেন হঠাৎ। মুশফিকের ব্যাটিং নিয়ে মাশরাফি বলেছেন, ‘আমি মনে করি মুশফিক বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস খেলেছে। সে খুব চাপের মুখে ব্যাট করতে নেমেছিল। মুশফিক যেভাবে ইনিংসটা শেষ করেছে, সেটা দুর্দান্ত ছিল। মিঠুনের কথাও বলতে হয়, সেও দারুণভাবে চাপ সামলেছে।’

দুবাইতে প্রায় ১৫ হাজার বাংলাদেশি মাশরাফিদের খেলা উপভোগ করেছেন। তাই মাশরাফির কখনো মনে হয়নি বাইরের কোথাও খেলছেন, ‘প্রথম বল থেকেই তারা আমাদের সমর্থন দিয়ে এসেছেন, যা দলের জন্য ভালো ছিল। এখানকার দর্শক মিরপুর থেকেই বেশি ছিল, স্টেডিয়ামটা বেশ বড়। মাঠ ভর্তি মানুষ ছিল। সেদিক থেকে মিরপুরের সঙ্গে অনেকটা মিল ছিল বলা যায়।’

শ্রীলঙ্কার সঙ্গে গত কয়েক মাস ধরে মাঠের লড়াইয়ের চাইতে মননস্তাত্ত্বিক লড়াইটা বেশি হয়ে থাকে। যদিও মাশরাফি মনে করেন এসব কোন প্রভাব ফেলে না, ‘আসলে প্রতিটি ম্যাচেই জয় খুব গুরুত্বপূর্ণ। আমরা ক্রিকেটে উন্নতি করছি, বিশেষ করে ওয়ানডেতে ভালো খেলছি। ওই ছন্দটা ধরে রাখা খুব জরুরি। এটা আগের ঘটনা গুলোর কারণে নয়, অন্য যে কোন প্রতিপক্ষ থাকলেও আমরা ম্যাচটা জিততে চাইতাম। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়