শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যূনতম মজুরির বিরুদ্ধে শ্রমিকদের রাস্তায় নেমে আসা উচিত

লাকি আক্তার : পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করা হয়েছে। এটি যদি আমাকে বলে, তাহলে আমার মনে হয় এটি প্রত্যাখান করা উচিত। বর্তমানে সব কিছুর দাম বেড়েছে ।

তারপর বাসা ভাড়া, চিকিৎসা সেবা এবং অন্যান্য বিষয় মিলিয়ে একজন শ্রমিকের ৮ হাজার টাকায় সংসার চলে না। সেক্ষেত্রে আমরা মনে করি, এই প্রস্তাব প্রত্যাখান করাটাই যৌক্তিক। এবং প্রত্যাখান করে বেসিক ক্রস, ক্রস ১৬ এর দাবিতে আন্দোলন গড়ে তোলা দরকার। সমস্ত পোষাক শ্রমিকদের এই দাবিতে রাস্তায় নেমে আসা উচিত। এমনিতেই পোষাক শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার। যেখানে রাষ্ট্রায়ত্ব শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা সেখানে পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরি অর্ধেকেরও কম। এটি কিন্তু চরম বৈষম্য।  আমাদের ভুলে গেলে চলবে না যে, তারা যে পরিমাণ উৎপাদন করে, যে পরিমাণ রপ্তানি আয় হয় তার ভিত্তিতে যে পরিমাণ রেমিটেন্স আসে সেটি দিয়েই কিন্তু দেশের উন্নয়নের চাকা ঘোরে। দেশের পণ্য রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে এই পোষাক শিল্প থেকে। তাই আমি মনে করি, বিভিন্ন শ্রমিক সংগঠন পোষাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছে এটি অত্যন্ত যৌক্তিক। এবং ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার যে ঘোষণা করা হয়েছে আমি তা প্রত্যাখান করছি। পরিচিতি : বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহী সদস্য/মতামত গ্রহণ : ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়