শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক একবার হয়ে দেখাও’

ডেস্ক রিপোর্ট : চাইলে প্রতি মুহূর্তে সাংবাদিক তৈরী করতে পারেন জানিয়ে ক্ষোভ ঝাড়লেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেল। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ দেন, একবার কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক হয়ে দেখাও।

শুক্রবার ঢাকার আশুলিয়া প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে হঠাৎ করেই ক্ষুব্ধ হয়ে একথা বলেন তিনি। যুবলীগের এই নেতার এমন বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে যুবলীগ নেতা পাভেলকে উত্তেজিত হয়ে বলতে দেখা যায়, ‘কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক একবার হয়ে দেখাও..আর সাংবাদিক প্রতি মুহূর্তেই তৈরী করতে পারি.. প্রতি মুহূর্তেই সাংবাদিক তৈরী করতে পারি..এমপি হই আর না হই।’

সাংবাদিক তৈরীর হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ‘আগামী তিন মাসে কমপক্ষে ৮টা ডান্ডা (টিভি চ্যানেলের বুম) ৮টা কর্মীরে দিব।’

‘আশুলিয়া প্রেসক্লাবের সভাপতিকে সাক্ষী রেখে বলছি.. কতবার তোমার প্রেসক্লাবে আসতে চেয়েছি আমি? হা...বহুবার বলছি আমি সাভার আশুলিয়া থেকে ইলেকশন করতে চাই। আশুলিয়ার গণমানুষের গণমাধ্যম প্রেসক্লাব...’

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে খুব বেশি উত্তেজিত দেখা যায়।

ঘটনার বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় বলেন, “উনি (যুবলীগ নেতা পাভেল) কয়েকবার আমাদের প্রেসক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে চেয়েছেন। উনাকে আমরা বলেছি গঠনতন্ত্র অনুযায়ী আমাদের এখানে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা স্থানীয় এমপি। তাই প্রেসক্লাবের কোনো প্রোগ্রামে তাকে (যুবলীগ নেতা) প্রধান অতিথি হিসেবে আনা সম্ভব না। আমরা তাকে বলেছিলাম, ‘আপনি আমাদের সাথে বসতে চাইলে আপনি নিজেই একটি প্রোগ্রাম এরেঞ্জ করে বসতে পারেন।’ আমরা তাকে প্রধান অতিথি না করার ক্ষোভ তার দীর্ঘদিনের।”

মোজাফফর হোসেন জয় আরো বলেন, “কয়েকমাস আগে তিনি একবার শো ডাউন করেছিলেন। সেই নিউজটা আমরা কাভার করতে পারিনি। এনিয়ে তার রাগ ছিল। গতকাল শুক্রবার তিনি আবার এলাকায় ঢাকা-১৯ আসনে নৌকার একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা করেন। পরে তিনি আমাদের প্রেসক্লাবের সামনে এসে দাঁড়ান। এসময় ভদ্রতার খাতিরে আমরা তাকে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে গিয়ে বসতে দিই। এরপরই তিনি উত্তেজিত হয়ে এইসব কথা বলেন।”

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেল বলেন, “সাংবাদিকতা একটা মহান পেশা। তাছাড়া ওইসময় আমি খুব ক্লান্ত ছিলাম। কারেন্টও ছিল না। ওরা আমার ছোট ভাই। এটা আসলে কিছু না। কিছু কমবয়সী ছেলে সাংবাদিক পরিচয়ে আমাকে বিব্রত করে। তাই ওদের আমি বলছিলাম এই বিষয়ে। বিষয়টা আসলে তেমন কিছু না।”-বাংলারিপোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়