শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বনাথে বিদ্যুৎ গ্রাহকদের আতঙ্ক ‘ভুতুড়ে বিল’

ডেস্ক রিপোর্ট : এমনিতেই নিয়মিত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে সিলেটের বিশ্বনাথে পল্লীবিদ্যুতের গ্রাহকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘ভুতুড়ে বিল’। কখন কার নামে দুই গুণ তিন গুণ বাড়তি বিল চলে আসে রীতিমত এমন আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা। অনেকেই আবার ভুতুড়ে বিলের কারণে ভোগান্তি পোহানোর পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছেন। এ নিয়ে উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে, এতকিছুর পরও লা-জওয়াব রয়েছে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিস কর্তৃপক্ষ। তারা গ্রাহকদের দিতে পারছে না কোনো সদুত্তর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিশ্বনাথ উপজেলার পল্লীবিদ্যুতের গ্রাহকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করে আসছেন। জানিয়ে আসছেন তাদের ভোগান্তি ও আর্থিক ক্ষতিগ্রস্ততার দিকটাও। গত ১৩ই আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও এমন অভিযোগ করেন গ্রাহকেরা। এর প্রেক্ষিতে সভায় বিদ্যুৎ বিল তৈরিতে সতর্কতা অবলম্বনসহ জনসাধারণ যাতে ভোগান্তির শিকার না হন এবং বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হলেও কাজের কাজ কিছুই হয়নি। অসংখ্য গ্রাহক ভুতুড়ে বিলের অভিযোগ তোলেন ফের। অনেকের অভিযোগের প্রেক্ষিতে দেখা যায়, রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুর রহিমের ৪৩১০৪৭ নং মিটারে জুন মাসে বিল আসে ১২০০ টাকা, জুলাই মাসে আসে ২৮০০ টাকা এবং আগস্ট মাসে বিল আসে ৩৫৬৫ টাকা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ মনোওর আলী বলেন, আমি নিজেই ভুতুড়ে বিলে ভুক্তভোগী। গত জুলাই মাসে আমার নামের মিটারে ব্যবহৃত ৪৫০ ইউনিটে বিল আসে ২৮৬৪ টাকা। আমার ছেলে দিলোয়ার হোসেনের নামের মিটারে ব্যবহৃত ২৬০ ইউনিটে বিল আসে ১৪২৬ টাকা। কিন্তু আশ্চর্য জনকভাবে, আগস্ট মাসে আমার নামের মিটারে ব্যবহৃত ৭৭৫ ইউনিটে বিল এসেছে ৬২৯৬ টাকা এবং আমার ছেলের নামের মিটারে ব্যবহৃত ৪৩৫ ইউনিটে বিল এসেছে ২৬৪০ টাকা। যা জুলাই মাসের বিলের দ্বিগুণেরও বেশি। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন, যেসব গ্রাহক অভিযোগ করেছেন, আমরা তাদের বিষয়টি সমাধান করে দিচ্ছি।
এদিকে, গতমাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় লোডশেডিং ও ভুতুড়ে বিলের সমস্যা সমাধানের জন্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় গত বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। এ সময় গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান করতে জোর দাবি তুলেন সভার বক্তারা। পাশাপাশি, একটি তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে আলোচনা করে সমস্যাটি দূর করবেন বলে জানান।
সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়