শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, আটক ২

তৌকির আহাম্মেদ,সাভার : সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন।

শনিবার সন্ধ্যায় সাভার অধরচন্দ্র্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ-১৭এর চলমান ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও খেলার আয়োজকরা জানান, বিকেলে যথাসময়ে ফাইনালে উঠা সাভার পৌরসভা এবং আশুলিয়ার মধ্যে খেলা শুরু হয়। পুরো মাঠ দর্শকদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। খেলা শুরুর কিছুক্ষণ পর আশুলিয়া দলের একটি ফাউলকে কেন্দ্র করে পেনাল্টি থেকে গোল পায় সাভার পৌরসভা। এরপর থেকেই আশুলিয়া দলের প্লেয়ার এবং সমর্থকরা উত্তেজিত হতে শুরু করে। খেলার প্রথমার্ধ শেষ হয় এভাবেই। ১-০ গোলে এগিয়ে থাকে সাভার পৌরসভা একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা শেষের ৪ মিনিট বাকি থাকতেও যখন গোল পাচ্ছিলনা আশুলিয়া একাদশ তখনই একটি হ্যান্ডবলের দাবী তুলে আশুলিয়া একাদশের সমর্থকরা উত্তেজিত হয়ে মাঠের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পৌরসভা একাদশের সমর্থকরা এতে বাধার সৃষ্টি করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ এবং র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উশৃঙ্খল সমর্থকদের উপর লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের এ ঘটনায় খেলার রেফারি আব্দুস সামাদসহ অন্তত ১০জন আহত হয়। ঘটনাস্থল থেকে এসময় সাভার মডেল থানা পুলিশ ২জনকে আটক করে।

পরে আর মাঠে না ফেরায় ১-০ গোলে সাভার পৌরসভা একাদশকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গনি এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানসহ সরকারের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত থাকলেও সংঘর্ষের সময় তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়