শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসলের ৫৮৪টি উচ্চফলনশীল জাত ও ৪৪২টি প্রযুক্তি উদ্ভাবন

মতিনুজ্জমান মিটু : দেশে বিভিন্ন ফসলের ৫৮৪টি উচ্চফলনশীল জাত ও ৪৪২টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নিবিড় তদারকিতে দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো এসব ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সূত্রে গেছে, দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো বিগত ৯ বছরে বিভিন্ন ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন (ব্রি) ধানের ৩৫টি জাত, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বিভিন্ন ফসলের ১৭০টি জাত, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পাটের ৯টি জাত, বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র( বিএসআরআই) ইক্ষুর আটটি জাত ও সুগার বিটের ৪টি জাত, কটোন ডেভেলপমেন্ট বোর্ড (সিডিবি) তুলার সাতটি জাত এবং বিআইএনএ বিভিন্ন ফসলের ৫৫টি জাত উদ্ভাবন করে।

সূত্র জানায়, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ২০১৬-২০১৭ অর্থবছরে ১২.৮৮ লাখ মেট্রিক টন আম উৎপাদন করেছে। বর্তমান সরকারের আমলেই বিশ্বের আম উৎপাদনকারী দেশের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আলু উৎপাদনের অসামান্য সাফল্যে বাংলাদেশ বিশ্বে অষ্টম স্থান অধিকার করে এই সময়ে। সাফল্যের ধারাবহিকতায় ২০১৭-২০১৮ অর্থবছরে দেশে এক কোটি তিন লাখ ১৭ হাজার মেট্রিক টন আলু এবং ছয় লাখ ৬২ হাজার মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন হয়। দেশের মানুষের সারা বছরের ফলের চাহিদা পুরণ করে প্রয়োজনীয় পুষ্টিমানের যোগানের জন্য বর্তমানে সরকারের আমলে নেয়া হয় কার্যকর পরিকল্পনা। এর ধারাবাহিকতায় নেয়া হয় ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এর ফলে বর্তমানে প্রায় সারা বছর দেশে কোন না কোনো ফল পাওয়া যাচ্ছে। এই প্রকল্পের পক্ষ থেকে এ যাবত সাত লাখ খাটোজাতের নারিকেল চারা বিতরন এবং লাগানো হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্রচলিত এবং অপ্রচলিত ফল চাষেও উৎসাহ দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়