শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্হিবিশ্বের চাপ সৃষ্টি আমলে নিচ্ছে না আওয়ামী লীগ

শিমুল মাহমুদ : নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতকে বিএনপির জন্য কি বার্তা আসছে। এই নিয়ে জনমনে তৈরী হয়েছে নানা প্রশ্ন। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও ভিন্ন চোখে দেখতে শুরু করেছে। তবে দেশের একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহনমূলক নির্বাচনে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। অপরদিকে বহি:বিশ্বের চাপ সৃষ্টির বিষয়টিকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। তাছাড়া মাঠের শক্তিকেই গুরুত্বপূর্ণ মনে করছে শরিকদের অনেকেই। তাদের মতে মাঠে নিজেদের শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারলে বিজয় তাদের ঘরে যাবে এবং বহি:বিশ্ব তাদের সর্মথন দিবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেছেন,আমাদের ভিত এবং আমাদের শেকড় দুর্বল নয়। আমাদেরকে চাপ দিতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ। আমরা অন্য কারও চাপের কাছে নতিস্বীকার করবো না। বাংলাদেশের সমস্যা আমরা এখানেই সমাধান করবো বহি:বিশ্বে নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে বর্তমান রাজনৈতিক সংকট, বিরোধী দল ও সাধারণ মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন যেটা হচ্ছে, সেগুলোই তুলে ধরবেন আমাদের মহাসচিব। এক্ষেত্রে জাতিসংঘ কি ভূমিকা রাখবে এবং বিএনপির জন্য নতুন কি বার্তা আসছে তা মহাসচিব আসলে জানতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাই। জাতিসংঘ সহ বিশ্বের সকল মানুষ তা চায়। নির্বাচনে জাতিসংঘ কি ভূমিকা রাখবে তা আমরা জানি না। তবে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহনমূলক নির্বাচনে জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ গণতন্ত্র এবং ভোটাধিকার নির্বাসনে। যেখানে গণতন্ত্র ভুলন্টিত ব্যক্তি স্বাধীনতার অবরোধ জাতিসংঘের সেখানে ভূমিকা রাখেন।

বাংলাদেশ লেবার পাটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিগত সময়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, ক্ষমতার জবরদখল, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, মানুষের বাক স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার সহ সার্বিকভাবে বাংলাদেশ অর্কাযকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই জাতিসংঘের সময় উপযোগি এই সিন্ধান্ত দেশের মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র প্রয়োগে মাইল ফলক হিসেবে থাকবে।

ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বাংলাদেশের রাজনীতিতে মাঠের শক্তি গুরুত্বপূর্ণ।যারা মাঠে নিজেদের শক্তিশালী হিসেবে গড়ে তুলতে বিজয় তাদের ঘরে যাবে এবং বহি:বিশ্ব তাদের সর্মথন দিবে। এই সফরে কোন ফল আসবে বলে আমি মনে করি না ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়