শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৭ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের নামে শাসকশ্রেণি তামাশা করছে: সিপিবি

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার হুমকির মুখে পড়েছে, নির্বাচনের নামে শাসকশ্রেণি প্রহসণ ও তামাশা সংগঠিত করে চলছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের ভাত ও ভোটের অধিকার খর্ব করা হয়েছে ন্যাক্কারজনকভাবে। শনিবার বিকেল ৫টায় জুরাইন রেলগেটে পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন খান বলেন, উন্নয়নের নামে শাসক দলের সীমাহীন লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহ রুদ্ধ, কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট দেশ এ অবস্থা থেকে মুক্তি পেতে লড়াই গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে না ভোটের বিধান রাখতে হবে, জামানতের টাকা ও খরচের টাকা কমাতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। রাস্তা সংস্কারের নামে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে যানজট, জলজট কমছে না, গণপরিবহনে সংখ্যা বাড়িয়ে মানুষের দুর্ভোগ কামানোর দাবি জানান তারা। জুরাইন রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

‘ভিশন মুক্তিযুদ্ধ’ ৭১’ বাস্তবায়ন, অবাধ নিরপেক্ষ-অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন ভাত-ভোটের অধিকার ও বিকল্প প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার দাবিতে জুরাইন রেলগেটে পদযাত্রা পূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান। বক্তব্য রাখেন ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াৎ, মুর্শিকুল ইসলাম শিমুল, সিপিবি শ্যামপুর শাখার সম্পাদক ফিরোজ আলম মামুন, সহ-সম্পাদক একেএম বদিউজ্জামান ও হকার নেত্রী বিউটি আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়