শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর গোল্ডেন ডাকের খাতায় সাকিবের নাম

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের শুরুতেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। প্রথম ওভারেই লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলে ২ উইকেট হারিয়েছে টাইগাররা। ফিরে গেছেন ওপেনার লিটন কুমার দাস এবং ওয়ান ডাউনে নামা সাকিব আল হাসান। দ্বিতীয় ওভাওে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন তামিম ইকবালও।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা যেন নিজেকে নতুন করে ফিরে পেলেন। গতি আর সুইংয়ের আগুনে ঝলসে দিতে চাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। এ ক্ষেত্রে শুরুতেই তার সহজ শিকারে পরিণত হন লিটন আর সাকিব।

মালিঙ্গার বল বুঝতেই পারেননি সাকিব। অফ স্ট্যাম্পের ওপর ছিল বলটা। কিন্তু বলটি হঠাৎ সুইং করে ভেতরে প্রবেশ করে এবং সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। শুরুতেই এমন একটি ভালো বলের মুখোমুখি হতে হবে সাকিবকে, সেটা তিনি হয়তো কল্পনাই করতে পারেননি। সে সঙ্গে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে বিদায় নিতে হলো বিশ্বসেরা এই অলরাউন্ডরকে।

এ নিয়ে চার বছর পর এই প্রথম গোল্ডেন ডাকের মুখোমুখি হলেন সাকিব। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন সাকিব, কোনো রান না করে। ওই সিরিজের শেষ ম্যাচেও (পঞ্চম ম্যাচ) ডাক মেরেছিলেন সাকিব। সেটা গোল্ডেন ডাক ছিল না। অর্থাৎ ইনিংসে চার বছর পর গোল্ডেন ডাক সাকিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়