শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে তিন আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী

শারমিন করিম মুন্নি,কালিয়াকৈর (গাজীপুর): বর্তমান সরকার যেখানে সড়ক ও যোগাযোগ ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত করছে। মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর করতে দেশের বিভিন্ন জায়গায় সরকার হাতে নিয়েছে মেগা প্রকল্প। অথচ দেশের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ও শিল্প-নগরী হিসেবে পরিচিত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ তিন আঞ্চলিক সড়কের নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের অবস্থা এমন হয়েছে যে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। কিছু কিছু জায়গায় পায়ে হেঁটে চলারও যেন উপায় নেই।

শিল্পবেষ্টিত গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া-জালশুকা-গোসাত্রা, সফিপুর-বড়ইবাড়ি এবং কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের এখন এমন চিত্র। আর এসব সড়কে প্রতিদিন আশপাশের প্রায় শতাধিক গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ জীবিকার তাগিদে বাধ্য হয়ে অসহনীয় দূর্ভোগ সহ্য করে চলাচল করছে।

অথচ গত কয়েকমাস ধরে উপজেলার গুরুত্বপূর্ণ এ তিন সড়কের নাজেহাল অবস্থার চিত্র তুলে ধরে এসব সড়ক সংস্কার কাজের জন্য কালিয়াকৈর এলজিইডি এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের কাছে লিখিত ও মৌখিক অনুরোধ জানানো হলেও এর কোন সুরাহা করা হচ্ছে না। ফলে প্রশাসনের উদার মনোভাবের অভাবের কারণেই এসব সড়কের সংস্কার কাজ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সড়কগুলো সংস্কার কাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় চলে যাওয়ার পরও সড়কের সংস্কার কাজের কোন অগ্রগতি না হওয়ায় প্রশাসনের দিকেই অভিযোগের তীর ছুড়ছে ক্ষুব্ধ গ্রামবাসী।

বাড়ইপাড়া-জালশুকা ঘুরে দেখা গেছে, সড়কের হিজলহাটি (পলমল গেইট), হিজলহাটি (ফার্ম বাজার), হিজলহাটি (সাউদার্ন গেইট), কাপাসিয়া চালা, খোলাপাড়া, পশ্চিম বড়ইছুটি, জালশুকা মসজিদ এলাকা, জালশুকা বাজার, চৌধুরীটেক, গোসাত্রা এলাকার প্রায় ৩ কিলোমিটারে এখন চলাচলের একদম অনুপযোগী অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের পাশদিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সবসময় পানি জমে থাকে। ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তসহ খানা-খন্দের। সৃষ্টি হওয়া সড়ক দিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসিসহ পোষাক কারখানার শ্রমিক,পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের।

পশ্চিম খোলাপাড়া সমনআলী সুপার মার্কেটের তরুণ ব্যবসায়ী রমজান আলী ও মিজানুর রহমান জানান, সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য করতে খুবই সমস্যা হচ্ছে। মালামাল আনা- নেয়ায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও মালামাল পরিবহনে ভাড়া গুনতে হচ্ছে দিগুন।

সড়কের হিজলহাটি (সাউদার্ন গেইট) এলাকার দোকানদার শাহিন আলম এই প্রতিবেদককে জানান, ২ বছর ধরে সড়কের এমন নাজেহাল অবস্থা। সড়কের এমন অবস্থার কারণে আমাদের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের সংস্কার কাজের জন্য প্রশাসনের কার্যকরী কোন উদ্যোগ না থাকায় তিনি ক্ষুব্ধ।

সরেজমিনে সফিপুর-বড়ইবাড়ি সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের সফিপুর-সিনাবহ বাজার পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় শিল্প কারখানা রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান ও দোকানপাট। সড়কের বেশিরভাগ অংশেই সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। বাসা-বাড়ির নোংরা পানি ও বৃষ্টির পানিতে গর্তগুলো চোখে পড়ে না। সড়কের কোথাও কোথাও এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে যানবাহন ত দূরের কথা পায়ে হেঁটেও যাওয়া মুশকিল হয়ে পরে। অনেক স্থানে গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেয়ার দৃশ্যও চোখে পড়ে। সড়কের এমন অবস্থায় অনেক স্থানে যানবাহন বিকল হওয়ার চিত্র ত হরহামেশাই মিলে।

সড়কের এমন নাজেহাল অবস্থার কারণে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর দীর্ঘ দিন ধরে সড়কের এমন অবস্থা থাকলেও উপজেলা এলজিইডির চলমান কোন সংস্কার কাজের অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী, শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা।

স্থানীয় আবুল কাশেম নামের একজনের সাথে কথা হয়। তিনি জানান, সড়ক নির্মাণের সময় উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই সড়কটি ছয় মাসের মধ্যে ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। এখন আমাদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

এদিকে, কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চিত্র একই। সড়কটি দিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের। সড়কের বড় কাঞ্চনপুর, বাংলাবাজার, জাথালিয়া ফরেষ্ট অফিসের সামনে,সালদা পাড়া মালেক কুড়িচালাসহ প্রায় অর্ধশতাধিক স্থানে ছোট বড় খানা খন্দের সৃষ্টি হয়ে পুরোপুরি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সিএনজি চালক পলাশ ও ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী আঃ রহমান জানান, ফুলবাড়িয়া বাজার থেকে কালিয়াকৈর বাজারে যাওয়ার পথে কোন যানবাহনে রোগী,গর্ভবতি নারী নিয়ে গেলে পথেই যেন সন্তান প্রসব করার উপক্রম হয়ে পড়ে। অপর দিকে মাওনা বাজারের দিকে যাওয়ার পথে কয়েকটি স্থানে নেমে কাঁদা আর গর্তের মধ্য দিয়ে যাত্রীদের গাড়ী থেকে নেমে গাড়ী ঠেলতে হয়। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার এ বেহাল অবস্থা দেখার যেন কেউ নেই।

উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ তিন আঞ্চলিক সড়কের এমন নাজেহাল অবস্থার কারণ ও সংস্কার কাজের সর্বশেষ পরিস্থিতি জানতে কালিয়াকৈর উপজেলা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ সাজ্জাদ কবীরের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কটি আমাদের তত্বাবধানে নয়। সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। সফিপুর-বড়ইবাড়ি, বাড়ইপাড়া-জালশুকাসহ আঞ্চলিক সড়কগুলো আমাদের এলজিইডির। ওই সব সড়কগুলো সংস্কার কাজের জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়