শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আহমেদ মুনির, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এলাকা থেকে ৯৫০ পিচ ইয়াবাসহ জাকির হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই অশোক কুমার বর্মণ এর নেতৃত্বে পুলিশের একটি টিম কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহবাজপুর গ্যাসফিল্ড রোডের ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। এ সময় দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের আমির হোসেনের ছেলে মো: জাকির হোসেনকে ৯৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার এসআই অশোক কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানাতে পায়, কাচিয়া ইউনিয়নের উল্লেখিত স্থানে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে তারা অভিযান চালায়। এ সময় ৯৫০পিচ ইয়াবা সহ জাকির হোসেন কে আটক করেন।

বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে অনুসরণ করছিল। আজ তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়