শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে বীজ বিক্রেতাদের প্রতারণায় কৃষকের চোখে জল

নিনা আফরিন,পটুয়াখালী : বীজ ধান বিক্রেতাদের প্রতারনায় চলতি মৌসুমে আমন চাষের সুফলসহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার প্রায় দু’শ কৃষক। মৌসুমের শেষ সময়ে ধান বিক্রেতাদের এমন প্রতারনায় প্রায় কয়েক হাজার একর জমিতে আমন ফসল না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় মুনাফালোভী ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে কৃষকদের এ সর্বনাশ ঘটিয়েছে, এমন দাবী কৃষকদের।

চলতি আমন মৌসুমে বীজ ধানের কৃত্রিম সঙ্কট তৈরি করে, বিএডিসির সঠিক বীজ না দিয়ে বোর মৌসুমের স্থানীয় নিম্নমানের বীজ সরবরাহ করে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীর প্রায় দু’শ কৃষকের সর্বনাশ করা হয়েছে। বিএডিসি’র পুরাতন ব্যাগে, ধানের জাত পরিবর্তন করে, মেয়াদ উত্তীর্ণ এসব বীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি করছে অন-অনুমোদিত খুচরা ব্যবসায়ীরা।

সাধারণ কৃষকরা না বুঝেই এসব ধানের বীজ চাষ করে পড়েছেন বিপাকে। অপরিপক্ক অবস্থায় ফলন হয়ে পড়েছে এসব বীজে। ক্ষতি পুষিয়ে নিতে কিছু কৃষক ধার দেনা করে পুনরায় চাষ শুরু করছেন। কিন্তু অধিকাংশ দরিদ্র কৃষক পুঁজি সংকটে, চলতি মৌসুমের চাষ থেকে বঞ্চিত হওয়ায় শংকায় রয়েছে।

কৃষি অফিস সূত্র জানা যায়, ক্ষতিগ্রস্থ কৃষদের সরবরাহ করা বীজের প্যাকেটের গায়ে কাটাছেড়া করে ব্রি-৪৯ লেখা ছিল। কিন্তু ভিতরে ছিল দুই ধরনের বীজ। একটি ছিল ব্রি-২৮ এবং অন্যটি ব্রি-৪৯ মিক্সড। এসব বীজে খুব দ্রুত ফুল আসে। আমন মৌসুমের ফসল না হওয়ায় ২৫ ভাগ ফলন পেতে পারে কৃষক। আবার পুরোটাই ক্ষতিগ্রস্থ হতে পারে।

কৃষকরা জানায়, বিএডিসি’র বস্তায় এসব বীজ তাদের সরবরাহ করা হয়েছে। প্যাকেটে ধানের জাতের নাম এবং মেয়াদ কাটা ছেড়া করে লেখা ছিল। এসব বিষয়ে সজীবকে জানালে তিনি বলেন, এটা অফিস করেছে। কৃষক লুৎফর জানান, বীজ বিক্রেতা সজীবের কোন লাইসেন্স নেই। দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে ব্যবসা করে যাচ্ছেন।

কৃষক ফারুক মিয়া জানান, এত সব ঘটনার পরেও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফরের দেখা মেলেনি। এলাকায় ঠিকমত না আসার কারণে অনেক কৃষকের কাছেই তিনি অচেনা। এসব বীজ বিক্রেতাদের শাস্তিসহ ক্ষতিপুরণের দাবিতে ক্ষুব্ধ কৃষকরা শনিবার মানববন্ধন করেছে তক্তাবুনিয়া বাজারে। এদিকে রোশানল থেকে রেহাইসহ আইনী ঝামেলা এড়াতে ক্ষতিগ্রস্থ কৃষকদের ম্যানেজে মাঠে নেমেছে বীজ বিক্রেতা সজীব।

বড়বাইশদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক কবির হেসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকেদের অনেকেই নগদ টাকায় জমি রেখে চাষাবাদ করেন। তাদের একমাত্র আয়ের পথ কৃষি। এ বিষয়ে ‍জানতে চাইলে বড়বাইশদিয়া ইউয়িনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর বলেন, কৃষক যদি বীজ বপন করে ক্ষতিগ্রস্থ হয়, তার দ্বায় তাদের নয়।

এ বিষয়ে তক্তাবুনিয়া বাজারের বীজ বিক্রেতা সজীব জানায়, বরগুনা জেলার তালতলী উপজেলার বিএডিসি’র ডিলার আবু মিয়া বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের এসব বীজ সরবারহ করেছেন। তিনি কলাপাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে এসব বীজ সংগ্রহ করে বিক্রি করেছেন। তবে তিনি কলাপাড়ার সেই বিক্রেতার নাম বলতে রাজি হয়নি ।

কলাপাড়া ও রাংগাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, এসব বীজ সরবারহকারী মূল প্রতারক বরগুনা জেলার তালতলী উপজেলার বিএডিসি’র ডিলার আবু মিয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। কৃষকদের ক্ষতিপুরণে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে এসব কৃষককে রবি মৌসুমে প্রদর্শনী প্লট বরাদ্ধ দেয়া হবে।
তবে এ বিষয়ে কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ পরিচালক হৃদয়েশ্বর দত্তের মোবাইল ফোনে একাধীকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেন নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়