শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের একমাত্র ‘ওয়াই’ সেতুর উদ্বোধন রোববার

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর উপর নির্মিত দেশের একমাত্র ‘ওয়াই’ সেতুর উদ্বোধন হচ্ছে কাল রোববার (১৬ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন সেতুটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে নদী-নালা ও খাল-বিল বেষ্টিত বাঞ্ছারামপুর অঞ্চলের মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

অবশেষে দীর্ঘ সাত বছর ধরে নির্মাণাধীন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন ওয়াই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

সেতুটি চালু হলে কুমিল্লার মুরাদনগর ও হোমনার সঙ্গে বাঞ্ছারামপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার দূরত্ব কমে আসবে। পাশাপাশি এখানকার মানুষের নৌকায় করে তিতাস নদী পার হওয়ার দুর্ভোগের অবসান হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন বলে আশা করছেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধর করবেন।’

সেতুটি দেশের একমাত্র ওয়াই সেতু বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব।

প্রায় ৭৭১ মিটার দৈর্ঘ্য ও ৮ দশমিক এক শূন্য মিটার প্রস্থ সেতুটির নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সেতু। এটা নির্মাণ ব্যয় হয়েছে ৯৯ কোটি ৮৬ লাখ টাকা।সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়