শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন মালদ্বীপের

আক্তারুজ্জামান : সাফ ফুটবল মানেই যেন ভারতের আধিপত্য। ফাইনালে অন্য যে দলই থাকুক না কেন প্রতিপক্ষ ভারত থাকবেই। বারোতম আসরেও এর ব্যত্যয় ঘটেনি। আগের এগারো আসরের দশটিতেই ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। ২০০৩ সালের আসর ছাড়া বাকি সবগুলো আসরের ফাইনালাস্টি ভারত। আজ তাদের বিরুদ্ধেই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ২০০৮ আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় এই ম্যাচের মধ্যে দিয়েই পর্দা নামবে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসরের। মূল শক্তির দল না এলেও গ্রুপ পর্ব থেকে আধিপত্য বিস্তার করেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে গ্রুপপর্বে প্রতিপক্ষের জালে বল না পাঠিয়েও ‘ভাগ্য’ জোরে সেমিতে উঠেছিল বঙ্গোপসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। কিন্তু সেমিফাইনালে নেপালকে উড়িয়ে দিয়েই ভারতের সঙ্গী হতে পেরেছে তারা।
শক্তির বিচারে ভারতের থেকে অনেক পিছিয়ে মালদ্বীপের বর্তমান ফুটবল। একসময়ের নামজাদা দল হলেও এখন আর সেই ধার নেই তাদের। সাফের শিরোপা নিষ্পত্তি ম্যাচে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও মালদ্বীপ। ১৯৯৭, ২০০৮ ও ২০০৯ এর আসরে। যার মধ্যে ভারত দুইবার এবং মালদ্বীপ একবার শেষ হাসি হেসেছিল।
তবে বারোতম সাফের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি মালদ্বীপ। অন্য ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলশূন্য করে। কিন্তু সেমিফাইনালে দেখা যায় নতুন মালদ্বীপকে। নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল। ফাইনালে ওঠার পথে ভারত সেমিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল। গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি শ্রীলঙ্কা ও ফাইনালিস্ট মালদ্বীপ।
দ্বিতীয়বার সাফ ফুটবলের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়েই আছে মালদ্বীপ দল। অন্যদিকে ভারতের মানবীর সিংরা এই টুর্নামেন্টকে হেলাফেলা হিসেবে নিয়েই বাংলাদেশে এসেছে। তবে শিরোপা ধরে রাখায় তাদের লক্ষ্য এটা বলতে ভুল করেননি ভারতের ‘নাম্বার টেন’ সামিত পাসি। তবে তাদের লক্ষ্যের সামনে বাঁধা হয়ে দাঁড়ানোর আশা ইবরাহিমের। সেমিতে নেপালের বিরুদ্ধে জোড়া গোল করে সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন।
ভারতের মানবীর সিং তিন গোল করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলের মালিক। মালদ্বীপের ইবরাহিম ওয়াহেদও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেমিতেই দুই গোল করে। এখন পর্যন্ত ভারতের জালে মাত্র একবার বল ঢুকতে দিয়েছেন গোলরক্ষক বিশাল কৈয়থ। লালিয়ানজুয়ালা, ফারুক ও আশিক আছেন দারুণ ফর্মে। কম যাচ্ছেন না নিয়াজ, ইবরাহিম ও আব্দুল গনিরা। তবে কে হাসবে শেষ হাসি? ভারতের হাতে অষ্টমবার নাকি মালদ্বীপের হাতে দ্বিতীয়বার শিরোপা উঠবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে আজকের ম্যাচ হওয়া পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়