শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : “মাদককে না বলি, মাদকমুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪ টায় দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুড়ানপুর ইউনিয়ন একাদশ বনাম পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন একাদশ অংশ নেয়।খেলায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন একাদশ ২-১ গোলে জুড়ানপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নেয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।খেলা শেষে এমপি টগর পুরস্কার বিতরন করেন।

মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা পূর্ণ এই খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় পারকৃষ্ণপুর মদনা দলের ৩নং খেলোয়াড় হাসিবুল হক গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এর ১৫মিনিটের মাথায় হাসিবুল হক আবারো আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়।

খেলার শেষ পর্যায়ে জুড়ানপুর ইউনিয়ন একাদশ খেলায় সমতা আনতে মরিয়া হলেও শেষ পর্যন্ত একটি পেনাল্টি পেয়ে ১টি গোল পরিশোধ করে। খেলার বাকী সময় জুড়ানপুর ইউনিয়ন একাদশ আর কোন গোল করতে সক্ষম না হওয়ায় রেফারির শেষ বাঁশি বাজলে ২-১ গোলের ব্যবধানে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন একাদশ জয়লাভ করে।খেলায় ম্যান অফদা ম্যাচ নির্বাচিত হন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের খেলোয়ার হাসিবুল হক।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে খেলায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গার সাবেক ফুটবলার ছারোয়ার হোসেন মধু, গিয়াস উদ্দীন পিনা, উপজেলা যুবলীগের আহবায়ক আঃ হান্নান ছোট, সাধারন সম্পাদক হয়রত আলী, শহিদ আজম সদু, শরিফুল ইসলাম শরিফ, সৈয়দ তিতুয়ার রহমান টুকু প্রমুখ।এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন,চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর। খেলা পরিচালনা করেন, সৈয়দ মাসুদুর রহমান খোকন, মুকুল ও সুবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়