শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে আগামী ১৯ সেপ্টেম্বর অর্ধদিবস হরতাল

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার।

১৯ সেপ্টেম্বর বুধবার ভোর ৬ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতালের এই কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর নেতৃবৃন্দ।

১২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, দীর্ঘদিন থেকে এজেলায় মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টদের টনকই নড়ছেনা। তাই আমরা ধীরে ধীরে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। চা,আগর,রাবার ও পর্যটন শিল্প এবং প্রবাসী অধ্যুষিত এজেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি সরকারী মেডিকেল কলেজের। কিন্তু পাশ্ববর্তী জেলায় সরকারী মেডিকেল কলেজ হলেও আমাদের এই ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে এজেলায় সরকারী মেডিকেল কলেজ বাস্তবায়নের। অন্যথায় জেলাবাসী রাজপথে থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়নে বাধ্য করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়