শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাধীন আমলেও শ্রমিকের বেতন বৈষম্য ছিলো না

রাজেকুজ্জামান রতন : আজকে (শুক্ররার) গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে রাষ্ট্রায়িত্ব শিল্পের শ্রমিকদের মজুরির সমান মজুরি ১৮ হাজার টাকা মজুরি নির্ধারণ করার দাবি জানিয়েছে। আমাদের পরাধীন আমলেও রাষ্ট্রায়াত্ব শ্রমিক এবং বেসরকারি শ্রমিকের মধ্যে কোন বৈষম্য ছিলো না। কিন্তু আমরা স্বাধীনতার ৪৭ বছর পরে এমন দেশ তৈরি করেছি, যেখানে রাষ্ট্রায়াত্ব কারখানার শ্রমিকদের উৎপাদনের কারণে তারা পাবে ১৮ হাজার টাকা, আর বাংলাদেশের রপ্তানির প্রধান খাত, যেখান থেকে ৮৪ শতাংশ বৈদেশিক মুদ্রা আসে, তাদের জন্য মজুরি নির্ধারণ করা হলো বেসিক ৪ হাজার ১০০ টাকা এবং আনুষঙ্গিক চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া মিলিয়ে ৮ হাজার টাকা। আমরা মনে করি, যারা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে তাদের সাথে সবচেয়ে বড় প্রহসন করা হয়েছে।

গার্মেন্ট শ্রমিকরা তাদের বাঁচার মত ন্যূনতম মজুরি পাবে না, তাতো হতে পারে না। আমরা একদেশে দুই আইন যেমন চাই না, তেমনি একদেশে দুই ধরনের মজুরি কাঠামোও চাই না। আমাদের শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী যে সকল বিষয়গুলো বিবেচনা করে মজুরি নির্ধারণ করতে হয়, সে সব বিষয়গুলো বিবেচনা রেখেই শ্রমিকদের মজুরি রাষ্ট্রায়াত্ব কারখানার শ্রমিকদের সমপরিমাণ করা উচিত। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মজুরি ঘোষণা করা হলো সেটিও আইনসম্মত হয়নি। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং আইনগতভাবেও এটি গ্রহণযোগ্য নয়।

পরিচিতি : কেন্দ্রীয় কমিটির সদস্য, বাসদ/মতামত গ্রহণ : ফাহিম আহমাদ বিজয়/সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়