শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুম থেকে উঠে দেখলাম আমার ফেসবুক আইডি বন্ধ

গোলাম মোর্তজা : গত ৩১ আগস্ট সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুক আমার আইডি বন্ধ করে দিয়েছে। কোনো ইমেল করেনি, কারণও জানায়নি। তার মানে জানানোর মত কিছু করিনি, অর্থাৎ ফেসবুকের নিয়ম-রীতি বিরুদ্ধ কিছু করিনি। ফেসবুক আজকে আবার আইডি খুলে দিয়েছে, কোনো কিছু না জানিয়ে।

সত্যি বলছি, বন্ধু-শুভাকাক্সক্ষীদের অনেকে আমার আইডি বন্ধ করে দেওয়া নিয়ে যতটা চিন্তিত ছিলেন, আমি নিজে ঠিক ততটাই নির্ভার ছিলাম। আমার কাজের ক্ষেত্র বহুবিধ। ফেসবুক তার ছোট্ট একটি অংশ। ফেসবুকে থাকলে ভালো, না থাকলে হা-হুতাসের কিছু নেই। যারা সঙ্গবদ্ধভাবে শ্রম ও সময় ব্যয় করে আইডি বন্ধ করাতে সক্ষম হয়েছিলেন, তাদের হতাশ হওয়ার কারণ নেই, চেষ্টা করে গেলে আপনারা আবারও বন্ধ করাতে সক্ষম হবেন। একটা দেশের সামগ্রিক চিত্রের বাইরে থাকবে ফেসবুক, তা তো হতে পারে না। আপনারা বন্ধ করানোর ব্যাপারে যত সময়-শ্রম-অর্থ ব্যয় করবেন, আইডি ফিরে পাওয়ার জন্যে আমি তার প্রায় কিছুই করব না।

বন্ধুদের অনেকে লিখে প্রতিবাদ করেছেন, ধন্যবাদ তাদেরকে। এধরনের প্রতিবাদ ব্যক্তিকেন্দ্রীক না হয়ে সামগ্রিক হলে হয়ত কিছুটা কাজে আসতে পারে। কারও নাম উল্লেখ করছি না, তবে বিশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি, আমি প্রায় নিস্ক্রিয় থাকলেও যারা নিজেদের উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন, সহায়তার হাত বাড়িয়েছেন। সবশেষে ধন্যবাদ জানাই তাদেরকেও, আইডি বন্ধ করে দেওয়ায় যারা খুশি হয়েছিলেন! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়