শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্নীলায় র‌্যাবের অভিযানে বিদেশী ৪৬৬ ক্যান বিয়ারসহ আটক-১

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের হ্নীলায় র‌্যাবের অভিযানে ৪৬৬ ক্যান বিদেশী বিয়ারসহ এক নারীকে আটক করেছে র‌্যাব।

জানা যায়,চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মেজর মোঃ মাশেকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,টেকনাফ ক্যাম্প-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সাড়ে ৪ টার দিকে টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টেকনাফ হ্নীলা আলী আকবর পাড়া এলাকার মইন উদ্দিনের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৪) কে আটক করা হয়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ইয়াছমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার বসত ঘরে তল্লাশি করে ঘরের ভিতরে বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৬৬ ক্যান বিদেশী বিয়ারসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৬ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়