শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট হাজার টাকা মজুরি মানছে না শ্রমিক নেতারা

কায়েস চৌধুরী: তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার সরকারি ঘোষণা মানতে নারাজ শ্রমিক নেতারা। তাদের অভিযোগ বর্তমানে নিত্যপণ্যের বাজারদর, গ্যাস-পানি-বিদ্যুতের দাম ও বাসাভাড়া বৃদ্ধি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রস্তবিত ন্যূনতম মজুরির প্রস্তব মানা যায় না। একইসঙ্গে শ্রমিক নেতারা নূন্যতম ১৬ হাজার টাকা মজুরির দাবি জানান।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

নেতারা জানান, খুব চালাকির মাধ্যমে মালিকপক্ষ ও সরকার শ্রমিকের বেসিক কমিয়ে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা সরকারের কাছে ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ দেবার ষ্টাডিজ (বিলাস্) এর নির্বাহী পরিচালক জাফরুল হাসান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় করতে হলে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। একই সময়ে শ্রম আইন সংশোধন ও ওয়েজ ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, শ্রম আইন সংশোধন ও ওয়েজ দুটিই আগের চেয়ে আরো খারাপ হয়েছে। শ্রম আইনে ৮ ঘণ্টা ডিউটির পরিবর্তে ১০ ঘণ্টা করা হয়েছে। তাও আবার টিফিন বিরতি এবং নামাজ বিরতি বাদে। এমন চলতে থাকলে শক্তিশালী আন্দোলন ছাড়া আর কোন গতি নেই।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- গার্মেন্টস, টেক্সটাইল ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনটির সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনিস ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের আঞ্চলিক সমন্বয়কারী গেলেন সোয়ানসন, শ্রমিক নেতা হাবিবুর রহমান, আব্দুল মান্নান, রহিমা খাতুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়