শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপ্রবেশের চেষ্টা বিজিবি প্রতিহত : ৭ রোহিঙ্গা স্বদেশে ফেরত

ফরহাদ আমিন, টেকনাফঃ টেকনাফের শাহপরীর দ্বীপ নাফনদীর সীমান্ত অতিক্রম করে অবৈধ প্রবেশের চেষ্টা কালে ঘোলার চর এলাকায় সাত রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ১৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাত ৪ টার দিকে মায়ানমার থেকে নৌকায় রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা কালে বিজিবি টহল লের বাঁধায় রোহিঙ্গাবাহী নৌকাটি স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে মায়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাক পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে সতর্কতার সাথে বিজিবি দায়িত্ব পালন করছেন। তবে সীমান্তের পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় রোহিঙ্গাদের উপর নেমে আসে অমানষিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নিপীড়ন। এ সব সয্য করতে না পেরে রোহিঙ্গারা বাধ্য হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। ওই সময় পালিয়ে আশ্রয় নিয়েছেন ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা। আগেরসহ সব মিলিয়ে প্রায় ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ রোহিঙ্গা আশ্রয় নেয়। এ সব রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের ৩০টি ক্যাম্পে রয়েছে। এ সব রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়ায় স্থানীয়রা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এদিকে দেশী-বিদেশী কুটনৈতিক প্রচেষ্টায় গত বছরের ২৩ নভেম্বর মায়ানমারে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার ও বাংলাদেশের সাথে একটি চুক্তি করা হয়। এই চুক্তির এখনো আলোর দেখা মিলেছেনা। তবে রাখাইনে রোহিঙ্গাদের স্বার্থ ফিরিয়ে আনতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তজার্তিক সংস্থা জোর চেষ্টা চালিয়ে যাচেছন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়