শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজির সঙ্গে পাল্লা দিয়ে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম

মাসুদ মিয়া : রাজধানীর বাজারগুলোতে সবজির সঙ্গে পাল্লা দিয়ে আবারও বেড়েছে কাচা মরিচের দাম। সপ্তাহ ব্যবধানে কাচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা থেকে ৪০ টাকা। প্রায় দুই মাস ধরে ১০০ টাকার উপরে বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি গত সপ্তাহে ৪০ টাকায় নেমে আসে। তবে সপ্তাহের ব্যবধানে শুক্রবার কাঁচা মরিচের দাম বেড়ে ৭০ টাকা থেকে ৮০ টাকা হয়েছে।

শুক্রবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজার ভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। ২০ টাকা থেকে ২৫ টাকা (২৫০ গ্রাম)। আর কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হয় কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বাজারগুলোতে ১০০-১২০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচ গত সপ্তাহে ৫০ টাকার নিচে নেমে আসে। কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় মরিচের দাম আবারও বেড়ে গেছে। কারণ বৃষ্টিতে অনেকের ক্ষেতের মরিচ নষ্ট হয়ে গেছে। মিরপুর বাজারের ব্যবসায়ী হায়দার হোসেন বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি বিক্রি করেছি, তা ৭০ টাকা। বাজারে হঠাৎ মরিচের সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে এমন দাম বেড়েছে। বাড়তি দামে অধিকাংশ সবজির দাম। তবে শীতকালীন সবজি শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১০০-১২০ টাকা কেজি বিক্রি হওয়া শিম বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। বাজারের আরেক দামি সবজি পাকা টমেটোর দাম অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতো বাজার ভেদে ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো।

ছোট আকারের প্রতি পিস ফুলকপি আগের সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। পাতাকপির দামও অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতো এ সবজি প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এ ছাড়া গত সপ্তাহের চেয়ে ৫ টাকা থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, করলা, বরবটি, কাকরোল, পটল, ঝিঙা, ধুন্দল, ঢেঁড়স। বাজার ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। বরবটি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা, পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেঁপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে করলা। ঢেঁড়শ পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকা কেজির মধ্যে। এদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।

অপরদিকে রসুন (দেশি) ৬০, রসুন (ইন্ডিয়ান) ৮০ টাকা। তবে বাজারে মাংসের দাম আগের মতই রয়েছে। গরুর মাংস কেজি প্রতি ৪৮০ থেকে ৫০০ টাকা, ছাগলের মাংস ৭৮০টাকা, ব্রয়লার মুরগী ১৩০ টাকা থেকে ১৪০টাকা এবং লেয়ার মুরগী ২৩০টাকা দরে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়