শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কৃষি ভর্তুকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

নূর মাজিদ : কৃষিখাতে ভারত সরকারের অব্যাহত ঋণ সহায়তা ও ভর্তুকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ভারতের এমন আগ্রাসী প্রতিযোগিতা নিয়ে সকল ধান এবং গম উৎপাদনকারী দেশেরই উদ্বিগ্ন হওয়া উচিত। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এসব কথা বলেন দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রধান কৃষি বাণিজ্য আলোচক ডেভিড ডোড।

তিনি কংগ্রেসের কাছে অভিযোগ করেন, কৃষিখাতে দেয়া ভারতের ভর্তুকি এবং প্রণোদনা দ্বিপাক্ষিক বাণিজ্যে অসামঞ্জস্য তৈরি করছে। ফলে ভারত নিজেদের পণ্য উৎপাদন এবং বিক্রয়ে অধিক সুবিধা দিচ্ছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল ধান ও গম উৎপাদনকারী দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। বিষয়টি নিয়ে এসব দেশকে উদ্বেগ প্রকাশ করার আহ্বান জানান তিনি।

ডোড বলেন, ভারত তার কৃষিপণ্য উৎপাদনে ১০ শতাংশ আনুষ্ঠানিক ভর্তুকি দিলেও, অন্যান্য বাণিজ্য সুবিধা মিলিয়ে দেশটি তার উৎপাদকদের অনেক বেশি সুবিধা দেয়। ফলে, যুক্তরাষ্ট্রের সৎ ও কর্মঠ চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন । এসব কারণেই ভারত বিগত ৫ বছরে ৮০০ কোটি ডলার মুল্যের চাল রপ্তানি করেছে, যা বিশ্বের অন্য যেকোনো চাল রপ্তানিকারক দেশের তুলনায় অনেক বেশি।

ডোডের দাবি, কৃষিখাতে ভারতের গোপন রপ্তানি প্রণোদনাও এমন রপ্তানির রেকর্ড স্থাপনে অবদান রেখেছে। কমোডিটি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়