শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের অভিনন্দন

এস এম এ কালাম : গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরী আট হাজার টাকা ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। একই সঙ্গে ঘোষণা হওয়া নূন্যতম মজুরী বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ স্বাধীনতা হলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বয় পরিষদের আহবায়ক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এম.পি’র সভাপতিত্ব করেন।মজুরী বৃদ্ধির ব্যাপারে মালিক পক্ষের অনমনীয় মনোভাব থাকা সত্তেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরী ৮ হাজার টাকা ঘোষণা হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় সকল সেডেই সমহারে মজুরী বৃদ্ধির জন্য নূন্যতম মজুরী বোর্ডের প্রতি আহবান জানানো হয়। সভায় শ্রমিকদের বাড়িভাড়া যাতে বেআইনীভাবে বৃদ্ধি না পায় তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

শ্রমিক ভাইদের প্রতি ঘোষিত মজুরীকে স্বাগত জানিয়ে কারখানা পরিচালনা এবং ঘোষিত মজুরী যথাযথভাবে বাস্তবায়নের জন্য মালিকদের প্রতি আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বদরুদ্দোজা নিজাম, কামরুল আনাম, আবুল হোসাইন, বাহারানে সুলতান বাহার, নুরুল ইসলাম, মাহাতাব উদ্দিন সহিদ, লাভলী ইয়াসমিন, মাষ্টার মোখলেছুর রহমান, জাহানারা বেগম, সুলতানা বেগম, আলমগীর রনি, এম.এ দেলোয়ার, ফেরদৌসী বেগম, শফিকুল ইসলাম, চায়না রহমান, শহিদুল ইসলাম, বাবুল, স্মৃতি আক্তার, সুমাইয়া ইসলাম, হেদায়াতুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ মোস্তফা, শামীমা শিরীন ও খাদিজা আক্তার প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়