Skip to main content

মনোনীত বিচারপতি কাভানফ সম্পর্কে এফবিআইকে গুরুপূর্ণ তথ্য প্রদান ডেমোক্রেট সিনেটরের

মনোনীত বিচারপতি কাভানফ সম্পর্কে এফবিআইকে গুরুপূর্ণ তথ্য প্রদান ডেমোক্রেট সিনেটরের
আসিফুজ্জামান পৃথিল: যুক্তরাষ্ট্রের সিনেট জুডিশিয়ারি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ডিয়ানা ফিয়েনস্টেইন জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের মনোনীত বিচারপতি ব্রেট কাভানভ সম্পর্কে এফবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। বৃহষ্পতিবার এক বিবৃতিতে একথা বলেন এই প্রভাবশালী ডেমোক্রেট। ক্যালিফোর্নিয়ার এই সিনেটর বিবৃতিতে জানিয়েছেন তিনি এই বিচারকের মনোনয়নের ব্যাপারে নির্দিষ্ট একজনের কাছ থেকে তিনি তথ্য পেয়েছেন। তিনি আরো জানিয়েছেন ঐ ব্যক্তি তার কাছে গোপনিয়তার অনুরোধ করেছেন এবং ফিয়েনস্টেইন সেই অনুরোধকে শ্রদ্ধা করেন। জুডিশিয়ারি কমিটি কোভানভের বিষয়ে শুনানি শেষ করেছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে ভোট প্রদানের আশা করছে কমিটি। ফেইনস্টেইন জানিয়েছেন তিনি তার প্রাপ্ত তথ্য এফবিআইকে দিয়েছেন। এ বিষয়ে একজন এফবিআই মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্যে অস্বীকৃতি জানান। এদিকে ফিয়েনস্টেইন শুনানি কক্ষের বাইরে কোন প্রশ্নের উত্তর দেননি। বুধবার সন্ধ্যায় ডেমোক্রেট সিনেটররা আলাদাভাবে বৈঠকে বসেছিলেন বলে সিনেটরদের দুজন সহকারী নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে খোলামেলাভাবে আলোচনার অনুমতি তাদের ছিলোনা। টাইম

অন্যান্য সংবাদ