Skip to main content

নওয়াজ শরীফের স্ত্রী কুলসুমের দাফন সম্পন্ন

নওয়াজ শরীফের স্ত্রী কুলসুমের দাফন সম্পন্ন
কায়কোবাদ মিলন : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজকে গতকাল রাতে লাহোরে তার শ্বশুর মিয়া শরীফের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে তার জানাজা লাহোর শরীফ মেডিকেল সিটিতে অনুষ্ঠিত হয়। ক্যান্সারে আক্রান্ত কুলসুম মঙ্গলবার লন্ডনে মারা যান।কুলসুম নওয়াজের জানাজায় সাবেক প্রেসিডেন্ট মামনুন হোসেন, সাবেক আইন মন্ত্রী রানা সানাউল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, জাতীয় সংসদের স্পীকার আসাদ কায়সার, মাওলানা ফজলুর রহমান, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি, পাঞ্জাব গভর্নর চৌধুরি সারওয়ার, সাবেক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজাম সেথি এবং সৌদি দুতাবাসের কর্মকর্তারা শরীক হন। নওয়াজ শরীফ, তার ভাই শাহবাজ শরীফ এবং মাওলানা তারিক জামিলকে জনতা প্রহরা দিয়ে রাখে এবং তারাও জানাজায় শরীক হন। রবিবার কুলসুম নওয়াজের কুলখানি অনুষ্ঠিত হবে। লাহোরের জানাজায় হাজার মানুষ অংশ নেন এবং সরকার ব্যাপক নিরাপত্তাও বিধান করে। লন্ডনে কুলসুমের জানাজায়ও ব্যাপক জনসমাগম ঘটে। উল্লেখ্য, কুলসুমের দুই ছেলে হাসান ও হোসেন পাকিস্তানে এসে তার মায়ের দাফনে অংশ নিতে পারেননি। উল্লেখ্য, কুলসুমের লাশ আনতে বুধবার তার দেবর শাহবাজ শরীফ লন্ডনে যান এবং গতকাল লাশ নিয়ে পাকিস্তানে ফেরেন। জানাজাস্থল ও কবরস্থান নওয়াজ শরীফ নিজেই তত্বাবধান করেন। তার লক্ষ্য ছিল দুটি অনুষ্ঠানেই যেন ব্যাপক সংক্যক লোকজন উপস্থিত হতে পারেন। উল্লেখ্য নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম এবং জামাতা সফদর জেলে ছিলেন। কয়েকদিনের জন্য তারা প্যারোলে মুক্তি পেয়েছেন। ডন .

অন্যান্য সংবাদ