শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিকদের খুশি করতে সরকার শ্রমিকবিরোধী নিম্নতম মজুরি ঘোষণা করেছে: সেলিম

রফিক আহমেদ : বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভোটের আগে মালিকদের খুশি করতে সরকার শ্রমিকবিরোধী অবস্থান নিয়ে যে নিম্নতম মজুরি ঘোষণা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে সিপিবি সভাপতি বলেন, ক্ষমতায় থাকার জন্য সরকার জনগণের ওপর নির্ভর করতে হচ্ছে না তাই তারা গুটিকয়েক মালিককে খুশি রাখার পন্থা অবলম্বন করেছে। শ্রমিকরাও সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের উচিৎ জবাব দেবে। তিনি শ্রমিকদের ১৬ হাজার টাকা দাবির আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বলেন, বাজার পরিস্থিতির যে অবনতি ঘটেছে তাতে আরও বেশি মজুরি দাবি করার বাস্তবতা তৈরি হয়েছে। তিনি সরকারকে অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে রাষ্ট্রায়ত্ব খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি ঘোষণার দাবি জানান।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীনের সভাপতিত্বে এবং শ্রমিকনেতা সাদেকুর রহমান শামিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মঞ্জুর মঈন ও জয়নাল আবেদীন প্রমুখ।

গার্মেন্ট টিইউসির কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিন বলেন, রাষ্ট্রায়ত্ব খাতের শ্রমিকদের নিম্নতম মোট মজুরি প্রায় ১৮ হাজার টাকা ঘোষিত হয়েছে। সেখানে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি অর্ধেকেরও কম, দেশের সর্বোচ্চ রপ্তানি আয় করা শ্রমিকরা এই চরম বৈষম্য কখনই মেনে নেবে না।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল কদমফুল ফোয়ারা ঘুরে পল্টন মোড়ে মুক্তিভবনের সামনে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়