শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার গণতন্ত্রের সকল জায়গাগুলোকে ফ্যাসিবাদী কায়দায় দখল করেছে

রফিক আহমেদ : নির্দলীয় সরকার ও জনগণের ভোট রক্ষার যুদ্ধে সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাগপা’র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, সরকার গণতন্ত্রের সকল জায়গাগুলোকে ফ্যাসিবাদী কায়দায় দখল করেছে। গণআন্দোলনের মাধ্যমে রুখো স্বৈরাচার-বাঁচাও দেশ আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য তিনি আহ্বান জানান।

শুক্রবার দিনব্যাপী আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা’র যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জনগণের উদ্দেশ্য বলেন, যারা আমার স্বাধীনতাকে নিলামে তুলতে চায়, যারা আমার নিরাপরাধ মানুষকে গুম-খুন ও গুলি চালিয়ে হত্যা করেছে, জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ চালিয়েছে, গণতন্ত্রকে কারাগারে নিক্ষেপ করেছে তাদের এখনই রুখতে হবে। সুতরাং হিটলারের রূপধারী শাসকের কাছে গণতন্ত্র ও জনগণ জিম্মি থাকতে পারে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকারের প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলতে হবে। অন্যথায় পরাধীনতার ছায়া গণতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন খন্দকার আবিদুর রহমান, মাস্টার এম.এ মান্নান, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, আওলাদ হোসেন শিল্পী, শেখ জামাল উদ্দিন ও সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়