শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ৬ নারীসহ জামায়াতের ২২জন আটক

আরএইচ রফিক,বগুড়াঃ বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে নন্দিগ্রাম জামায়াতের আমীর , সেক্রেটারীসহ ১৬ জামাত নেতা কর্মী ও শহর থেকে জামায়াতের ৬ নারী সদস্যসহ ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পরবগুড়া শহরের কাটনারপাড়া আলোমেলা স্কুলের পাশের সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপর দিকে নন্দীগ্রামে নির্বাচনী বৈঠক কালে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে ৫টি মটর সাইকেলসহ জামায়াতের ১৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার উপজেলার সকালে বিজরুলের সাবেক ইউপি চেয়ারম্যন আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত নারী সদস্যরা হলো জোবাইদা বেগম, রমেনা বেগম, কুলসুম বেগম, রুমা বেগম, হেলেনা বেগম, খোদেজা বেগম।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ওই বাড়িতে তারা একত্র হয়ে নাশকতা কর্মের জন্য বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা অভিযোগে মামলা দায়েরের পর তাদের কারাহাজতে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার নন্দীগ্রামে নির্বচনী বৈঠক কালে গ্রেফতারকৃত নেতা কর্মীরা হলেন উপজেলা জামাতের আমীর ও বিজরুল গ্রামের আনোয়ার হোসেন, জামাতের সেক্রেটারী ও হাটধুমার গ্রামের গোলাম রাব্বানি, নন্দীগ্রামের মুনজুরুল ইসলাম, শহরকুড়ির সুলতান পিতা মেহেরুল ইসলাম, রিধইলের আলম পিতা, সাবের আলী, পন্ডিত পুকুুরের মাহাবুবুর রহমান, কালিশের আব্দুল হামিদ পিতা, কাজি বাদল উদ্দিন, দোলা সিংড়ার আব্দুল হামিদ, নিনগ্রামের বোরহাান উদ্দিন, নিনগ্রামের ইউনুস আলি, রব্বানি পিতা, মনির উদ্দিন ও দোলা সিংড়ার আব্দুল মালেক প্রমুখ। তাদের বগুড়া ডিবি হেফাজতে রাখা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি ইন্সপেক্টর নুরে আলম ছিদ্দিকী জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫টি মটরসাইকেল, ৫টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়