শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জের পূর্বাচলে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার

আরিফ হাসান আরব, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের আলমপূরা এলাকার ৯ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রীজের নীচ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই তিন যুবকের স্বজনদের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, ঢাকা জেলার মহাখালীর নিকেতন বাজার এলাকার মৃত শহিবুল্লাহর ছেলে সোহাগ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার গোরেলা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমূল আজাদ ও মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ির থানার পাইকপাড়া এলাকার মৃত আঃ ওহাবের ছেলে নূর হোসেন বাবু।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ আহম্মেদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই তিন যুবকের লাশ উদ্ধার করে। এসময় নূর হোসেন বাবুর পকেট থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ। মরদেহগুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিবারের লোকজনের খবর পেয়ে থানায় এসে ওই তিন যুবকের লাশ সনাক্ত করেন।
নিহত শিমূলের মা চায়না বেগম জানান, সোহাগ, শিমূল আজাদ ও নূর হোসেন বাবু তিন বন্ধু। শিমূল আজাদ ও নূর হোসেন বাবু ঝুটের ব্যবসা করে ও আর সোহাগ ডিস ক্যাবলের ব্যবসা করে। সোহাগ ও নূর হোসেন বাবু মিলে বন্ধু শিমূল আজাদের বাড়িতে বেড়াতে যায়।

গত বুধবার রাতে তারা তিন বন্ধু শিমুলের বাড়ি থেকে মাওয়া হয়ে ঢাকা ফিরছিল। রাত ১ টার দিকে পরিবারের লোকজনের সঙ্গে তাদের শেষবারের মত কথা হয়। এরপর থেকে তিনজনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন গুলো বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খোঁজাখুজি করে তাদের না পেয়ে ঢাকার সায়দাবাদ টার্মিনালের বাস কাউন্টারে যোগাযোগ করেন। সেখানকার একটি বাসের সুপারভাইজার জানায়, মাওয়া থেকে ঢাকা আসার পথে তিনজনকে ডিবি পরিচয়ে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কাঞ্চন থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ৩শ’ ফুট রাস্তা। এ রাস্তার উভয় পাশে তেমন কোন জনবসতি নেই। ভ্রমণ পিপাসু লোজন ৩শ’ ফুট সড়ক ও তার আশাপাশে ঘুরতে আসেন কিন্তু এলাকাটি স্বন্ধ্যার পর থেকেই সুনশান হয়ে যায়। রাতের আধারে অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। প্রায়ই ৩শ’ ফুট সড়কের আশপাশে অপরাধীরা হত্যা করে লাশ ফেলে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়