Skip to main content

সোনাজয়ী স্বপ্নার জন্য বিশেষ জুতা বানাবে অ্যাডিডাস

স্পোর্টস ডেস্ক : জন্ম থেকেই দুই পায়ে ছয়টা করে আঙুল তার। সমাজের অন্য দশ জনের চেয়ে থেকে তার জীবন সংগ্রামের গল্পটাও অনেক কঠিন। অনেক চড়াই উতরাই পার করেও ভারতের স্বপ্না বর্মন এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। আর সেখানেই বলেছিলেন, এভাবে আর পাঁচজনের মতো সাধারণ জুতো পরে ট্র্যাকে নামা তার পক্ষে অনেকটাই কষ্টকর। আবদার করেছিলেন তার একজোড়া জুতোর খুব দরকার। কেননা তার পায়ের আকার যে আর দশজনের মতো নয়। তার পায়ে ছয়টি করে আঙুল। অবশেষে স্বপ্নার সেই আবদার পূরণ হচ্ছে। বিশ্বখ্যাত এক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস স্বপ্নার জন্য বানাবে বিশেষ ধরণের জুতো। এশিয়ান গেমস শেষ হওয়ার পর ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর অ্যাডিডাস কোম্পানির সঙ্গে স্বপ্নার জুতো তৈরির ব্যাপারে কথা বলেছিলেন। পরে অ্যাডিডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্বপ্নার জন্য বিশেষ ধরণের জুতো তৈরির কথা ভাবতে শুরু করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই সেই বিশেষ ধরণের জুতো স্বপ্না পেয়ে যাবেন। জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জয়ের পরই আকুতি প্রকাশের পরই অ্যাডিডাসের কাছ থেকে সুখবর পেয়ে গেলেন স্বপ্না। এই ধরণের বিশেষ জুতো তৈরির জন্য যেসব তথ্য প্রয়োজন সেগুলো স্বপ্নার কাছে চেয়েছিল কোম্পানিটি। স্বপ্নার কোচ সুভাষ সরকার বলছিলেন, ‘নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। স্বপ্না সব তথ্য মেইল করে পাঠিয়েছে। এশিয়ান গেমসের আগে থেকে স্বপ্না আমাকে নিজের অসুবিধার কথা বলেছিল। কিন্তু তখন ব্যাপারটা আমি সংশ্লিষ্ট দফতরে জানাইনি। কারণ, গেমসের আগে আমি ওকে কোনও নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে বলতে চাইনি। তার থেকে আর পাঁচজনের মতো সাধারণ জুতো পরে গেমসে নেমেই স্বপ্না সফল হয়েছে।'’ জিনিউজ