Skip to main content

চীনের বিনিয়োগ প্রবৃদ্ধি হ্রাস, নেমেছে ৫.৩ শতাংশে

রাশিদ রিয়াজ: চীনের বিনিয়োগ প্রবৃদ্ধি সাড়ে ৫ ভাগ দাঁড়াবে বলে আভাস দেওয়া হলেও এ বছরের ৮ মাস পর তা হ্রাস পেয়ে ৫.৩ ভাগে নেমেছে। এ বিনিয়োগ হার রেকর্ড পরিমান সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে। শুক্রবার এ তথ্য প্রকাশের পর চীনের মিডিয়াগুলো অবশ্য বলছে একই সময়ে শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৬.১ ও খুচরা বিক্রি বেড়েছে ৯ শতাংশে। এর আগে শিল্প উৎপাদন ৬ ভাগ বৃদ্ধি পাবে বলে আভাস দেওয়া হয়েছিল। চীনের বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি গত আট মাসে ৮.৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে নির্ধারণ করা হয়েছিল। কারণ গত বছর প্রথম সাত মাসে এ হার ছিল ৮.৮ শতাংশ। চীনে মোট বিনিয়োগের মধ্যে ৬০ ভাগই হচ্ছে বেসরকারি খাতের। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর যে বাড়তি ২’শ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছে তারই প্রেক্ষিতে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। চীনের অর্থনৈতিক নীতিনির্ধারকরা এ বিষয়টি লক্ষ্য রেখে অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য পদক্ষেপ নিয়েছেন। স্ট্রেইট টাইমস

অন্যান্য সংবাদ