Skip to main content

জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসছে বি চৌধুরী-মান্না

সাব্বির আহমেদ : আগামীকাল শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসছে যুক্তফ্রন্ট ও গণফোরাম। আজ শুক্রবারের বৈঠক থেকেই কর্মসূচি নির্ধারিত হবে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের রাজনৈতিক কার্যালয়ে দুপুর দুইটার কিছু পরে এ বৈঠক শুরু হয়েছে। নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার এই প্রতিবেদককে বলেন, বৈঠক এখনও চলছে। কি সিদ্ধান্ত হয়, পরে জানা যাবে। বৈঠকে যুক্তফ্রন্ট এর নয় দফা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সাত দফা সমন্বয় করা হবে। অন্যদিকে যুক্তফ্রন্ট জানিয়েছে, আগামীকাল শনিবার সকাল এগারোটার পরিবর্তে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ঐক্য প্রক্রিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবে। বৈঠকে ড. কামাল হোসেনের গণফোরাম ও যুক্তফ্রন্ট এর নেতারা উপস্থিত আছেন।

অন্যান্য সংবাদ