শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩০ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

মতিউর রহমান,(ভান্ডারী) সাভার : ঢাকার সাভারে এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে তার পরিবার। অপহরণের শিকার ওই মেয়েটি শোভাপুর মডেল একাডেমির ৭ম শিক্ষার্থী।

অপহৃতের বাবা শামসুল আলম অভিযোগ করে বলেন, আমাদের ভাড়া বাড়ির পাশে খোরশেদ আলমের চাচার বাড়ি। এই সুবাদে আমার বাড়ির উপর দিয়ে প্রতিদিন তার চাচার বাড়িতে যেত খোরশেদ। এসময় আমার মেয়ের উপর তার কু-নজর পরে। এর কিছু দিন পর লোকের মাধ্যমে খেরশেদ আলম বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের উপযোগী বয়স না হওয়ায় তার প্রস্তাব ফিরিয়ে দেই। তাছাড়া মেয়েটি সবে মাত্র ৭ম শ্রেণীতে পড়াশুনা করছে

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে খোরশেদ ক্ষুদ্ধ হয়। এর পর আমার নাবালক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

মেয়ের মা রুবি আক্তার বলেন, আমি স্থানীয় একে.এইচ. নামক তৈরি পোশাক কারখানায় কাজ করি। আমার স্বামীও দিন মুজুরের কাজ করে।প্রতিদিন সকালে অফিসে যাবার পথে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে যায়। দুপুরের খাবার বিরতিতে স্কুল থেকে বাসায় নিয়ে যায়। খাবার বিরতির সময় শেষ হলে আমি আমার কর্মের উদ্দেশ্যে চলে যাই।

ফলে অল্প সময়ের জন্য মেয়েটি একাই বাড়িতে থাকে।সুযোগে খোরশেদ আমার মেয়েকে কৌশলে অপহরণ করে।খবর পেয়ে আমি ঘটনাস্থলে চলে আসি।এসময় তারা আমার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।টাকা যোগাড় করতে আসতে চাইলে তারা আমাকে আটকে রেখে বিকাশের মাধ্যমে টাকা আনতে বলেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মা-মেয়ে দুজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে ঘটনাটিকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এঘটনায় পরিবারে পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনআনুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়