শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই অবসরের চিন্তা ঘুরছেনা অ্যান্ডারসনের মাথায়

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতকে নিয়ে একরকম ছেলেখেলায় করলো ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচেই গত দু’দিন আগে অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে টপকে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে এখন সর্বাধিক উইকেটের মালিক এখন সেই জেমস অ্যান্ডারসন।

বয়স ৩৫ হলে কি হবে? অ্যান্ডারসনের বিষাক্ত স্যুইংয়ে এখনও কেঁপে ওঠে বিশ্বের দাপুটে ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে লেখা হয়ে গিয়েছে ৫৬৪টি উইকেট। ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট বোলারের তকমাটা অচিরেই যেন জুড়ে গিয়েছে তাঁর নামের সঙ্গে। তবে বয়সকে থোরায় কেয়ার করে এখনো এগিয়ে যাচ্ছেন তিনি। তার মাথায় অবসরের চিন্তা একটুও ঘুরছে না বলেই জানালেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে অ্যান্ডারসনের সাফ কথা, ‘এই মুহূর্তে অবসর নিয়ে সত্যিই আমার কোনও মাথাব্যথা নেই। এটা দলের জন্যও খুব একটা ভাল হবে না। তাই আমি পরবর্তী ম্যাচ, পরবর্তী সিরিজেই নজর রাখছি।’ এ বিষয়ে অজি কিংবদন্তী ম্যাকগ্রার অবসরের কথা তুলে ধরে জিমি জানান, ২০০৬ অ্যাসেজ শেষের পর সকলকে অবাক করে দিয়েই অবসর ঘোষণা করেছিলেন ম্যাকগ্রা। কে বলতে পারে, আমার সাথেও তেমন ঘটনা ঘটতেই পারে।’

সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে থাকায় টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে সুবিধা হয়েছে তার, এ ব্যাপারে নিশ্চিত ইংলিশ পেসার। দুই সিরিজের মাঝে প্রস্তুতির সুযোগ হিসেবে যথেষ্ট সময় থাকায় বিশেষ অসুবিধায় পড়তে হয়না বলে জানিয়েছেন তিনি। তবে লম্বা সিরিজে বয়সটা যে একটা ফ্যাক্টর সেটা একবাক্যে মেনে নিয়েছেন ইংল্যান্ডের এই স্পিডস্টার।

ভারতের বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ রেকর্ডের পাশাপাশি ২৪ টি উইকেট তুলে নিয়েছেন এই ইংরেজ পেসার। সিরিজের সর্বাধিক উইকেট শিকারি তিনিই। নভেম্বরে শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে আপাতত কয়েকদিন ছুটিতে মজতে চান জিমি। ক্রিকেট অস্ট্রেলিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়