শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার অঙ্গীকারনামা তুলে ধরবেন ড. কামাল-বি. চৌধুরী

ডেস্ক রিপোর্ট : একটি নিরপেক্ষ সরকার ও প্রশাসনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সরকারকে বাধ্য করতে আন্দালন কর্মসূচি নিয়ে মাঠে নামবেন ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী। এজন্য দুই নেতা দেশ ও জাতির সামনে অঙ্গীকারে আবদ্ধ হবেন। দুই নেতার অঙ্গীকারের কথাগুলো কি থাকবে তা ঠিক করা হবে আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর)। কাল (১৫ সেপ্টেম্বর) শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দুই নেতা তাদের দলবল নিয়ে অঙ্গীকারের কথা জাতির সামনে তুলে ধরবেন।

গত ১৩ সেপ্টেম্বর যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা উত্তরায় আ.স.ম আব্দুর রবের বাসায় রুদ্ধদ্বার বৈঠক করে এ বিষয় সিদ্ধান্ত নিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো সারাবাংলাকে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিষয়েও তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে, শুরুতেই তারা অহিংস আন্দোলন কর্মসূচি পালন করবেন।

উত্তরায় রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মনসুর আহমেদসহ অন্যান্যরা।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্যপ্রক্রিয়ার মহাসমাবেশে যুক্তফ্রন্টের নেতারা নিবেন। এসব বিষয় নিয়ে জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন জানান, যুক্তফ্রন্টের সঙ্গে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় ঐক্যপ্রক্রিয়ার যে কোনো একজন নেতা বৈঠক করে আগামীকাল (১৫ সেপ্টেম্বর) শনিবার দুই নেতার অঙ্গীকার নামা ও আন্দোলনের কর্মসূচি কি হবে তা ঠিক করবেন। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়