শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৫ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ময়ছের হলেন প্রধান অতিথি

ডেস্ক রিপোর্ট : ঘটনা গত শনিবারের। পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরের দরিদ্র ভ্যানচালক ময়ছের শেখের (৩৮) ভ্যানে ওঠেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী। নামার সময় সঙ্গের ব্যাগটি নিতে ভুলে যান তিনি। এতে ছিল বেশ কিছু মার্কিন ডলার, টাকা ও যুক্তরাষ্ট্রের ভিসা। মালিককে খুঁজে ব্যাগটি ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ময়ছের শেখ। আর এই সততার পুরস্কার তিনি পেলেন প্রধান অতিথি হয়ে আন্তঃস্কুল ফুটবল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিয়ে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে দেওয়া হয় সংবর্ধনাও। কাশীনাথপুর হাইস্কুল মাঠে বুধবার বিকেলে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ ও স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল।

কাশীনাথপুরের বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউল হোসেন জানান, বুধবার প্রতিষ্ঠানে ছুটি ছিল। এদিন আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ আয়োজনের কথা শুনে শিক্ষার্থীরা ময়ছের শেখকে প্রধান অতিথি করার আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে তাকে সংবর্ধনা দেওয়ার কথাও জানায়। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে একমত হওয়ায় তাকে প্রধান অতিথি করা হয়।

পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়ছের বলেন, 'আমি কোনো কিছু পাওয়ার জন্য ডলারের ব্যাগ মালিককে পৌঁছে দিইনি। পরের জিনিস আত্মসাৎ বা লোভ নেই আমার। ২০ বছর ধরে রিকশাভ্যান চালাই। জীবনে এ রকম আরও দু-একবার টাকা-পয়সা পেয়েছি। মালিককে খুঁজে খুঁজে তা ফেরত দিয়েছি। আমার ছেলেমেয়েকেও পরের জিনিস না নেওয়ার শিক্ষা দিয়েছি। আমার হাত থেকে ছাত্ররা পুরস্কার নিল। আমি ধন্য।' তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'আমি আশা করি তোমরা বড় হয়ে দুর্নীতি করবে না।'

কাশীনাথপুরের বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ডা. আমিনুল ইসলাম সানু জানান, এই রিকশাওয়ালা সত্যিকারের একজন গুণী মানুষ। তথাকথিত হোমরা-চোমরা, অসৎ ব্যক্তির হাত থেকে পুরস্কার নেওয়ার বদলে একজন সৎ রিকশাওয়ালার হাত থেকে শিক্ষার্থীদের পুরস্কার নেওয়ার মানসিকতা অবশ্যই প্রশংসাযোগ্য।

পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থী রাফসানুল হক সাদি তার প্রতিক্রিয়ায় জানায়, 'ময়ছের চাচার হাত থেকে পুরস্কার গ্রহণ করে আমরা সততার শিক্ষা গ্রহণ করলাম।'

পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর (অব.) কামরুজ্জামান সমকালকে বলেন, ময়ছেরকে প্রধান অতিথি করায় শিক্ষার্থীদের মনে সারা জীবনের জন্য একটি ইতিবাচক দাগ কাটবে।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জাফরুল্লা শেলী, শেখ শামীম প্রমুখ।

খেলায় স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলকে

২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কাশীনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ।
সূত্র : সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়