শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনের একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটির একটি করে কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে প্রস্তুতি নিতে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীতে ইভিএম মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্দেশনা দেন বলে সভার কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে। ওই সভায় তিনি আগামীতে সব উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহারের কথা বলেন। এছাড়া ইভিএমকে জনপ্রিয় করতে অক্টোবরের প্রথমার্ধে জাতীয় মেলার আয়োজন করতে যাচ্ছে ইসি। তবে ওই মেলায় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। মেলা সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলের নিজস্ব ১০-১৫ জন লোক হাজির করতে থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ওই সভার কার্যবিবরণীতে ইসি সচিবকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আগামীতে সব উপজেলা, সিটি করপোরেশন ও সংসদের ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ওই বৈঠকে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ব আজ ক্রমাগতভাবে নতুন নতুন তথ্যপ্রযুক্তি গ্রহণ করছে। তাই আস্তে আস্তে আমাদের নির্বাচনি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। মানুষ এখন প্রযুক্তি গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করছেন। তাই পুরাতন ব্যালট পেপার আর ঘানি ব্যাগ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনি সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।’

ওইসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর আগেই ইসির আইটি শাখায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইসির একাধিক কর্মকর্তা জানান, সভার এ কার্যবিবরণী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ কার্যবিবরণী অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়