শিরোনাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:২৫ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে জুতা করাখানা স্থাপন করবে ভারতের ফরিদা গ্রুপ

আসিফুজ্জামান পৃথিল: বাংলাদেশে জুতার ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী ভারতের ফরিদা গ্রুপ। সেই লক্ষ্যে তারা বাংলাদেশে একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে।

গ্রুপটির চেয়ারম্যান রফিক এম আহমেদ বলেছেন, ‘আমরা কাজ শুরু করে দিয়েছি। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে মধ্যে কারখানাটি প্রস্তুত হয়ে যাবে।’ নতুন কারখানাটি ঢাকায় স্থাপন করা হচ্ছে। এর আকার হবে ১ লাখ বর্গফুট। এবং প্রতিদিন এই কারখানায় ৩ হাজার জোড়া জুতা উৎপাদিত হবে।

রফিক এম আহমেদ বলেন, ‘বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ এবং ৪ বছরে এখানে কোন শুল্ক নেই। জনশক্তির প্রাচুর্যে এখানে নতুন কারখানা স্থাপন লাভজনক। এখানে শ্রম খরচও কম। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আমাদের বলছে তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলো বাংলাদেশে উৎপাদনের জন্য। এগুলো প্রতিযোগিতামূলক দরে রপ্তানি করা যাবে।’

ফরিদা গ্রুপ বছরে ১৬০০ কোটি রুপির পণ্য রপ্তানি করে থাকে। ১৭টি দেশে তাদের ব্যবসা রয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানি, ইংলান্ড, চীন, জাপান, দক্ষিণ আফ্রিকা এবং মালেয়শিয়ার মতো দেশ। তারা ক্লার্কস, রক পোর্ট, হাস পাপিস এবং ফ্লোরসিম এর মতো ব্র্যান্ডের জুতা তৈরী করে থাকে। দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়