শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ বছরে ২৩৯টি হাইস্কুল জাতীয়করণ: নতুন অনুমোদন ৪৪

তরিকুল ইসলাম সুমন: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার টানা দুই মেয়াদে এখন পর্যন্ত ২৩৯টি হাইস্কুল জাতীয়করণ করেছে। সর্বশেষ ৪৪ স্কুল জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরাতন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩৩টি। দশ বছরের সরকারিকরণ মিলে দেশে সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৫৭২টি।

স্কুলগুলোতেও প্রায় পাঁচ হাজার শিক্ষক এই সুবিধা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের বিগত ১০ বছরে শিক্ষা খাতে এটিকেই অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন শিক্ষা শাসনের কর্মকর্তারা। নতুন জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য একত্রে পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশি’র তথ্যানুযায়ী, জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণের আগে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় (হাইস্কুল) ছিল ৩১৭টি এবং ৩০৬টি উপজেলায় কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল না। বর্তমানে জাতীয়করণসহ সরকারি হাইস্কুলের সংখ্যা ৫৭২টি। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদ ১৯৫টি হাই স্কুল জাতীয়করণ ও নতুন প্রতিষ্ঠান করা হয়েছে।

স্কুল জাতীয়করণ প্রক্রিয়ায় দীর্ঘদিন কাজ করে আসা মাউশি’র ঢাকা অঞ্চলের উপ-পরিচালক শাখায়েত হোসেন বিশ্বাস জানান, ইতোমধ্যে জাতীয়করণ হওয়া ৩০টি স্কুলের শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর আত্তীকরণের কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরো বলেন, একসঙ্গে এতসংখ্যক হাইস্কুল জাতীয়করণ করাকে সরকারের বিরাট অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি বিদ্যালয়বিহীন ৩০৬টি উপজেলায় একটি করে বেসরকারি বিদ্যালয়কে (অপেক্ষাকৃত ভালো অবকাঠামো থাকা) জাতীয়করণ করা হচ্ছে। পাশাপাশি সরকারি বিদ্যালয়বিহীন কয়েকটি উপজেলায় প্রকল্পের মাধ্যমে সরাসরি হাইস্কুলও প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও বিভাগীয় শহর এবং ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলায়ও ১০টি নতুন সরকারি হাইস্কুল প্রতিষ্ঠান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়