শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেতৃত্বের ব্যাপারে এখনও অনেক কিছুই শেখার বাকি আছে কোহলির’

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে ভারত। এই সিরিজে দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন বিরাট কোহলি। ইংলিশদের বিপক্ষে এভাবে সিরিজ হারের পর ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করছেন, টেস্টে নেতৃত্বের ব্যাপারে অনেক কিছুই শেখার বাকি আছে কোহলির।

মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে একের পর এক চমক দেখিয়েছেন কোহলি। তবে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হার এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের পর কোহলির টেস্ট নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন গাভাস্কার।
দেশের মাটিতে একেরপর এক টেস্ট সিরিজ জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হারের পর দেশের বাইরে কোহলির টেস্ট নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন গাভাস্কার। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় এই কিংবদন্তি বলেন, ‘তার (কোহলি) এখনও অনেক কিছুই শেখার রয়েছে। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে, আর এবার ইংল্যান্ডের কাছে হার। সঠিক ফিল্ডিং সাজানো আর সময় মতো বোলিং পরিবর্তন করতে পারছে ঠিকই। তবে, ওর নেতৃত্বে অভিজ্ঞতার অভাবটা চোখে পড়ছে।’

তবে দেশের মাটিতে কোহলির বেশ ভালো অভিজ্ঞতা আছে বলেই মন্তব্য করেছেন ভারতীয় এই কিংবদন্তি, ‘ওর অভিজ্ঞতা আছে ভারতীয় উইকেটেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়